সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার সকালেই সপরিবারে ভারতে পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাগত জানাতে এলাহি আয়োজন করা হয়েছে মোদি সরকারের তরফে। খরচের বহর দেখে বিরোধী দলের নেতা-মন্ত্রীরা মোদি সরকারকে বিঁধলেও খ্যাতনামা সংগীতকার এ আর রহমান কিন্তু ট্রাম্পকে স্বাগত জানালেন অভিনবভাবে। গান বাঁধলেন ‘POTUS’-এর জন্য। গান্ধীর জন্মভূমিতে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ‘সংহতির’ সুর বেঁধে।
প্রসঙ্গত, সোমবার মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে সপরিবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন খোদ এ আর রহমান। এদিন সকালেই সোশ্যাল মিডিয়ায় গানের লিংক শেয়ার করে রহমান লিখেছেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গান্ধীর দেশে স্বাগত জানানোর জন্য আমারদের তরফ থেকে রইল নতুন গানের ট্র্যাক।” গানের নাম ‘অহিংসা। গানেই অভিনবত্বের ছোঁয়া রেখেছেন রহমান। বিবিধ ভাষার দেশে নানা ভাষাভাষীর মানুষকে সম্মান জানাতে গানে সংহতির ছোঁয়া রয়েছে।
এ আর রহমানের সঙ্গে ‘বোনো’, ‘দ্য এজ’, ‘অ্যাডাম ক্লেটন’ ও ‘ল্যারি মুলান জুনিয়ার’-এর মতো অনেকেই এই বহুভাষী গানে রহমানের সঙ্গে সঙ্গত দিয়েছেন। মিলিয়েছেন কণ্ঠ। প্রসঙ্গত, গানটি ২০১৯ সালের নভেম্বরে তৈরি করা হয়েছে। গত বছর একটি কনসার্টে এই গানটি গেয়েওছিলেন রহমান। এবার ট্রাম্পকে স্বাগত জানাতে সেই গানকেই নয়া মোড়কে হাজির করলেন বিশিষ্ট সংগীতকার এ আর রহমান। প্রসঙ্গত, ভারতীয় সংস্কৃতির সঙ্গে ট্রাম্পকে পরিচয় করানোর জন্য বিমানবন্দর থেকেই শুরু হয়েছিল বিশেষ বিনোদনের ব্যবস্থাও৷ রহমানের গানে উঠে এল ‘অহিংসা’র কথা।
শুনে নিন রহমানের সেই গান।
Here’s a track from us to welcome @POTUS to India 🇮🇳, the land of Gandhi. https://t.co/61rjyhxV16
— A.R.Rahman (@arrahman) February 24, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.