Advertisement
Advertisement

Breaking News

দেশি গার্লের এনগেজমেন্ট পার্টিতে তারকার হাট, দেখুন সেই ছবি

এবার অপেক্ষা বিয়ের৷

Engagement Party of Priyanka Chopra and Nick Jonas
Published by: Sayani Sen
  • Posted:August 19, 2018 1:18 pm
  • Updated:August 19, 2018 1:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইকএন্ডের রাতে আলোর রোশনাইয়ে ঝলমলে হয়ে ওঠে মুম্বই৷ আর ঝলমল করবে নাই বা কেন? দেশি গার্ল ও মার্কিন পপ তারকার এনগেজমেন্ট পার্টি বলে কথা৷ বাগদানের পরই প্রিয়াঙ্কা-নিককে শুভেচ্ছা জানাতে হাজির হন বলি তারকারা৷

[প্রিয়াঙ্কা-নিকের রোকার পার্টিতে থাকছে এলাহি আয়োজন, জেনে নিন মেনু]

শনিবার সকাল থেকেই রোকা অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস৷ মুম্বইয়ে প্রিয়াঙ্কার নিজের বাড়িতে পাঞ্জাবি বিয়ের প্রথমে ট্র্যাডিশনাল রোকা অনুষ্ঠান পালন করা হয়৷ দেশি পোশাকে সেজে ওঠেন প্রিয়াঙ্কা ও নিক৷ হলুদ সালোয়ার কামিজে লাজুক ভঙ্গিমায় ঘুরে বেড়াতে দেখা যায় প্রিয়াঙ্কাকে৷ নিক পরেছিলেন সাদা  চুড়ি পা কুর্তা৷ বাগদান হবে আর পার্টির ব্যবস্থা হবে না, তা হয় নাকি? মেয়ের এনগেজমেন্ট পার্টিতে একটি সাদা রঙের শাড়িতে সেজে উঠেছিলেন মা মধু চোপড়া৷

Advertisement

পার্টি শুরু হতে না হতেই মুম্বইয়ের বিলাসবহুল হোটেলে দেখা যায় প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে৷ এরপর একে একে পার্টিতে আসতে শুরু করেন অন্যান্য বলি তারকারা৷ এক্কেবারে সাধারণ সাজে পার্টিতে দেখা যায় আলিয়া ভাট ও পরিণীতি চোপড়াকে৷

[ইট’স অফিশিয়াল! ‘রোকা’ অনুষ্ঠানে সম্পর্ককে স্বীকৃতি নিক-প্রিয়াঙ্কার]

স্ত্রী নিতা ও মেয়ে ইশাকে নিয়ে পার্টিতে হাজির হন মুকেশ আম্বানি৷ জীবনের বিশেষ দিনে দেশি গার্লকে শুভেচ্ছা  জানান ভাইজানের বোন অর্পিতা৷ ‘বাজিরাও মস্তানি’-তে সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ করেছিলেন প্রিয়াঙ্কা৷ এনগেজমেন্ট পার্টিতে দেখা গেল তাঁকেও৷ ‘লাভরাত্রি’ সিনেমা নিয়ে বেজায় ব্যস্ত আয়ুষ শর্মা৷ ব্যস্ত শিডিউলে সামান্য সময় বের করে পিগি চপসের এনগেজমেন্ট পার্টিতে অংশ নেন এই নবাগতও৷

[আজই নিক-প্রিয়াঙ্কার বাগদান! উৎসবের আলোয় সেজেছে জুহুর বাংলো]

প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল বলিমহলে৷ শোনা গিয়েছিল, গত জুলাইয়ে প্রিয়াঙ্কার জন্মদিনেই হয়ে গিয়েছে নিকের সঙ্গে এনগেজমেন্ট৷ বহুমূল্য হীরের আংটির ছবিও নেটদুনিয়ায় ঝড় তুলেছিল৷ দেশি গার্লের সম্পর্ক নিয়ে নিশ্চিত হতে চাইছিলেন ফ্যানেরাও৷ সপ্তাহান্তেই সব জল্পনার শেষ৷ সামনে আসে নিক-প্রিয়াঙ্কার বাগদানের খবর৷ বৃহস্পতিবার রাতে নিকের পরিবারও মার্কিন মুলুক থেকে আসে মুম্বইয়ে৷ তবে বাগদানের অনুষ্ঠানে পরিণীতি চোপড়া ছাড়া বলিউডের কাউকেই দেখা যায়নি৷ ছিলেন না কোনও হলিউড তারকাও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement