Advertisement
Advertisement

Breaking News

আলিয়ার সঙ্গে অনস্ক্রিন প্রেম করতে আপত্তি ইমরানের!

অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে কাজ করতে চান না ইমরান হাশমি৷

Emraan Hashmi just refused a movie opposite Alia Bhatt! And his reason is valid!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 15, 2016 5:42 pm
  • Updated:November 3, 2020 8:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে কাজ করতে চান না ইমরান হাশমি৷ অনস্ক্রিন আলিয়ার সঙ্গে প্রেম করতে তীব্র আপত্তি বলিউডের সিরিয়াল কিসারের৷ সম্প্রতি আলিয়ার বিপরীতে ইমরানকে একটি ছবির অফার দেওয়া হলে, সাফ সেই অফার ফিরিয়ে দেন অভিনেতা৷ কানাঘুষো শোনা গিয়েছে ‘রোম্যান্টিক-কমেডি’ ছবিটিতে আলিয়ার সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য শুট করার প্রস্তাব পেয়েছিলেন ইমরান৷ কিন্তু গোটা বিষয়টি নিয়েই তীব্র আপত্তি জানিয়েছেন তিনি৷

কিন্তু হঠাৎ এমন কী হল? আলিয়ার সঙ্গে কেন কাজ করতে চাইছেন না ইমরান? আসলে ইমরান আলিয়ার তুতো ভাই৷ আর ছোট বোনের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করতে অস্বস্তি হবে অভিনেতার৷ তাই আলিয়ার প্রেমিকের ভূমিকায় অভিনয় করতে অস্বীকার করেছেন তিনি৷

Advertisement

বোনকে অনস্ক্রিনেও অন্য নজরে দেখবেন না দাদা!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement