সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এককালের সুপার মডেল, শো স্টপার সব হারিয়ে বসে রয়েছে রাস্তার ধারে৷ মাদকের নেশা কাবু করেছে তাঁকে৷ রাস্তাই তাঁর ঠিকানা৷ মধুর ভান্ডারকরের ‘ফ্যাশন’ ছবিতে এমন দৃশ্য দেখা গিয়েছিল৷ বাস্তব দুনিয়ার এক টুকরো ছবিই ফুটে উঠেছিল সেখানে৷ ফের বাস্তবের মাটিতে ধরা পড়ল সেই দৃশ্য৷ দিল্লির রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বলিউড নায়িকা৷
আপকাপিং ছবি ‘আয়না’য় সিরিয়াল কিসার ইমরান হাসমির বিপরীতে অভিনয় করেছেন আলিশা খান৷ চলতি বছর আগস্টে মুক্তি পাওয়ার কথা ছবিটির৷ কিন্তু তার আগেই ব্যক্তিগত জীবনে সমস্যায় পড়েছেন আলিশা৷ গাজিয়াবাদের মডেলকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন তাঁর মা ও ভাই৷ কারণ জানতে চাইলে তিনি বলেন, তাঁর প্রেমিক তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়ার হুমকি দেয়৷ এমনকী এমন একটি ভিডিও ইউটিউবে আপলোডও করে দিয়েছিল সে৷ তারপরই প্রেমিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন আলিশা৷ তাঁর দাবি এই কারণেই তাঁর পরিবার তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছে৷
এখন সারাদিন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন৷ এবং হয় বন্ধুর বাড়ি না হয় গাজিয়াবাদের কোনও মন্দিরে রাত কাটাচ্ছেন তিনি৷ ২০০৭ সালে জনপ্রিয় মডেল গীতাঞ্জলি নাগপালকেও রাস্তার ধারে বসে থাকতে দেখা গিয়েছিল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.