Advertisement
Advertisement

Breaking News

কে হচ্ছেন পরবর্তী কমলিকা? প্রকাশ্যে আনলেন একতা কাপুর

হিনা খান নাকি অন্য কেউ?

Ekta Kapoor revels the new Komolica of Kasautii Zindagii Kay 2
Published by: Tanujit Das
  • Posted:September 30, 2018 6:54 pm
  • Updated:September 30, 2018 6:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিণতি না পাওয়া প্রেমকাহিনীকে দীর্ঘ এক দশক পর আবারও টেলিভিশনের পর্দায় ফিরিয়ে এনেছেন প্রযোজক একতা কাপুর৷ নতুন মোড়কে শুরু হয়ে গিয়েছে ‘কসৌটি জিন্দেগি কি ২’-এর টেলিকাস্ট৷ টেলিভিশনে আসার আগে থেকেই ‘টক অফ দা টাউন’ এই সিরিয়াল৷ এক সপ্তাহ ইতিমধ্যেই অতিক্রান্ত৷ টিআরপি-ও ভাল রয়েছে সিরিয়ালের৷ নায়ক অনুরাগের ভূমিকায় পার্থ সামনথন ও নায়িকা প্রেরণার ভূমিকায় এরিকা ফার্নান্ডেজকে ইতিমধ্যেই দেখে ফেলেছেন দর্শকরা৷ কিন্তু সকলের মনে এখন একটাই প্রশ্ন, ছবির ভিলেন বা খলনায়িকা কমলিকা কে হবেন? ইতিমধ্যে গুজব রটেছে টিভির পরিচিত ‘বউ’ হিনা খানকে দেখা যাবে এই চরিত্রে৷ তবে সব রটনাকে চাপা দিয়ে খলনায়িকা কমলিকার প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন খোদ প্রযোজক একতা কাপুর৷

[আমার দুগ্গা: বিজয়া মানেই লোভনীয় সব মিষ্টি-নাড়ু]

Advertisement

২০০১-তে টেলিভিশনে আসা ‘কসৌটি জিন্দেগি কি’ ভেঙে দেয় সমস্ত ছুঁৎমার্গ৷ সিরিয়ালের প্রচলিত রীতিকে ভেঙে সিরিয়াল তৈরির নয়া রীতি তৈরি করেন একতা৷ নায়ক, নায়িকার চেয়েও অনেক বেশি খ্যাতি লাভ করে সিরিয়ালের ভিলেন বা খলনায়িকার চরিত্রটি৷ কমলিকার চরিত্রকে অন্য উচ্চতায় নিয়ে যান অভিনেত্রী উর্বশী ঢোলাকিয়া৷ খলচরিত্রের কথা ভাবলে এখনও তাঁর নামই করে থাকেন দর্শকরা৷ কমলিকা চরিত্রের দাপট ও ধূর্ত ভাব এখনও মোহিত করে রেখেছে অনুরাগীদের৷

[পুজোয় শহর ছেড়ে পালাতে চাইছেন বেণুদা, ঋত্বিক! কেন?]

‘কসৌটি জিন্দেগি কি ২’ শুরুর আগে থেকেই কমলিকা চরিত্রটির জন্য হিনা খানের নাম শোনা যাচ্ছিল৷ ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর মতো জনপ্রিয় সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হিনা৷ টেলিভিশনের জনপ্রিয় এই ‘বউ’-কে এরপর দেখা যায় ‘খতরোঁ কি খিলাড়ি’ শোয়ে৷ যেখানে ফাইনালিস্টও হন তিনি৷ এরপর টেলিভিশনের বিতর্কিত রিয়্যালিটি শো সলমন খানের ‘বিগ বস ১১’-তে অংশগ্রহণ করেন হিনা খান৷ দর্শকদের মন জয় করে নেন তিনি৷ তাঁর লড়াকু চরিত্র পছন্দ করেন অনুরাগীরা৷

হিনাই কমলিকা হচ্ছেন কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি কোনও পক্ষই৷ স্পিকটি নট একতা কাপুর থেকে শুরু করে খোদ হিনা খানও৷ তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘কশওটি জিন্দেগি কি ২’-এর নয়া প্রোমো প্রকাশ করেছেন একতা কাপুর৷ সেখানেই দেখা মিলেছে কমলিকার৷ তবে সামনে থেকে নয়, পিছন থেকেই কলমিকা’কে দেখতে পেয়েছেন দর্শকরা৷ পিঠ খোলা ব্লাউজ, পাতলা কোমর ও ছিপছিপে চেহারার কমলিকা ইতিমধ্যেই সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়৷ যাঁকে দেখা যাচ্ছে তিনি হিনা খানই কিনা, সেই বিষয়ে এখনও ধন্দে রয়েছেন দর্শকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement