Advertisement
Advertisement

Breaking News

শাহরুখের সঙ্গে কাজ করতে চান এই হলিউড সেনসেশন

কেন জানেন?

Ed Sheeran would love to work with Shah Rukh Khan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 24, 2017 9:19 am
  • Updated:November 24, 2017 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক’দিন আগেই ভারতে এসেছিলেন। হলিউড তারকার তকমার তোয়াক্কা না করে মিশে গিয়েছিলেন বলিউডের তারকাদের সঙ্গে। তাঁর আগমনের পার্টি দিয়েছিলেন ফারহা খান। বলিউডের হুজ হু-রা এসেছিলেন হলিউড সেন্সেশন এড শিরানের সঙ্গে আলাপ জমাতে। কিন্তু গ্র্যামি জয়ী পপস্টার মুগ্ধ বলিউড বাদশার আতিথেয়তায়। এতটাই যে বলিউডে ছবি করলে শাহরুখের সঙ্গেই করতে চান তিনি।

1564257-sharukh-1511246836-868-640x480

Advertisement

[নয়া বিকিনি শুটে নেটদুনিয়ার উষ্ণতা বাড়ালেন দীপিকা]

ফারহা-শাহরুখ অভিন্ন হৃদয়ের বন্ধু। তাই বন্ধুর দেওয়া পার্টিতে গিয়েছিলেন কিং খান। সেখানেই এড শিরানের সঙ্গে জমাটি আড্ডা দেন শাহরুখ। শোনা গিয়েছে, দুই দেশের সিনেমা-গান নিয়ে দু’জনের মধ্যে প্রচুর কথা হয়। সিনেমা নিয়ে কিং খানের চিন্তাভাবনা ভীষণ ভাল লেগেছে হলিউড গায়কের।

 

And the party begins!! He loves the shape of me!! @edsheeran

A post shared by Farah Khan Kunder (@farahkhankunder) on

The highlight of the party @iamsrk n me taking any chance to kiss him! Lov u my handsome friend

A post shared by Farah Khan Kunder (@farahkhankunder) on

[মুক্তির আগেই ফাঁস ‘জুলি ২’-র উত্তেজক যৌন দৃশ্য, ভাইরাল ভিডিও]

পরে তাঁকে বলিউড নিয়ে জিজ্ঞাসা করা হলে এড জানান, ভারতীয় সিনেমা তিনি দেখেছেন। ‘টু স্টেটস’ বেশ ভাল লেগেছে তাঁর। ভাল লাগে বলিউড সিনেমায় গানের ব্যবহারও। ভারতীয় সিনেমা ভীষণ কালারফুল। তা দেখতে বেশ ভাল লাগে বলে জানান গায়ক। তাই বলিউডের কোনও প্রজেক্টে কাজ করতে ভীষণ আগ্রহী তিনি। আর সে কাজ তিনি শাহরুখের সঙ্গে করতে চান।

Thank u @farahkhankunder for a lovely nite …. #edsheeran @vahbizmehta @delnazd

A post shared by Malaika Arora Khan (@malaikaarorakhanofficial) on

নিজের এই হলিউড ‘ফ্যান’-এর ইচ্ছে কিং খান পূরণ করবে কিনা। সে উত্তর তো ভবিষ্যতই দেবে। তবে বলিউড বাদশার সঙ্গে হলিউড গায়কদের সম্পর্ক বেশ ভাল। এর আগেই ‘রা ওয়ান’-এ অ্যাকনকে দিয়ে গান গাইয়েছেন তিনি। এবার এড শিব়্যানের সুর তাঁর ঠোঁটে উঠে আসলে তা মন্দ হবে না বলেই মনে করছেন অনেকে।

[ভাইরাল ভিডিওয় এ কোন মানুষী! বিশ্বসুন্দরীর পুরনো লুকে মজে নেটদুনিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement