Advertisement
Advertisement
Durga Puja 2023

সিনেমা হলে হিট ‘রক্তবীজ’, ঢাক বাজিয়ে উমাবরণ মিমির, কচিকাচাদের নিয়ে মাতলেন পুজোয়

পুজো শুরু অভিনেত্রীর।

Durga Puja 2023: Mimi Chakraborty playing dhaak, celebrates with parents | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 20, 2023 6:36 pm
  • Updated:October 20, 2023 6:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রক্তবীজ’-এর প্রচারের সময়েই জানিয়েছিলেন পুজোর প্ল্যান মানেই তাঁর কাছে এখন আবাসনের অনুষ্ঠান। জলপাইগুড়িতে বেড়ে উঠলেও পুজোয় নিজের শহরকে মিস করেন না মিমি চক্রবর্তী। তবে এই সময়টা মা-বাবার সঙ্গে কাটানো মাস্ট অভিনেত্রীর! যেমন পরিকল্পনা তেমন কাজ।

পঞ্চমী থেকেই মিমির আবাসনে পুজো শুরু। ঢাক বাজিয়ে উমাকে বরণ করে নিলেন সাংসদ-অভিনেত্রী। উত্তরবঙ্গ থেকে মিমির মা-বাবাও চলে এসেছেন মেয়ের কাছে একসঙ্গে পুজো কাটাবেন বলে। আর তাই তো মা-বাবার সঙ্গে পুজোর ছবি শেয়ার করে তাঁর মন্তব্য, “অপেক্ষা শেষ মা এল আমার বাড়ি।” পাশাপাশি আবাসনের সকলের নিয়ে ফটোসেশনও সারলেন মিমি চক্রবর্তী।

Advertisement

[আরও পড়ুন: সুদীপার বাড়ির উমা সাজেন সোনার গয়নায়, রূপোর অস্ত্র হাতে! ভোগে ইলিশ-মাংস]

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রক্তবীজ’। যে ছবিতে দাপুটে মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে তারকা সাংসদকে। এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে কম কসরত করতে হয়নি মিমিকে। আবাসনের ভিতরেই রোজ নিয়ম করে বুলেট বাইক চালানো প্র্যাকটিস করতে হয়েছে। পয়লা দিনেই ভাল সাড়া ফেলেছে ‘রক্তবীজ’। এবার ষষ্ঠী থেকেই নিজের আবাসনের পুজোয় পুরোদমে যোগ দিলেন মিমি চক্রবর্তী।

[আরও পড়ুন: কোলে ‘বেবি রানাউত’, নবরাত্রির আবহে হাসপাতাল থেকে সুখবর দিলেন কঙ্গনা রানাউত]

 
 
 
 
 
Instagram-এ এই পোস্টটি দেখুন
 
 
 
 
 
 
 
 
 
 
 

মিমি চক্রবর্তী (@mimichakraborty) -এর দ্বারা একটি পোস্ট শেয়ার করা হয়েছে

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement