সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝআকাশে যাত্রীদের অভব্য আচরণের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে ভারতীয় বিমান সংস্থাগুলি। ভিভিআইপি হোক বা সেলিব্রিটি, বিমানে কারও খারাপ আচরণ আর বরদাস্ত করা হবে না। সম্প্রতি শিব সেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পর এয়ার ইন্ডিয়া এবার জনপ্রিয় টিভি কমেডিয়ান কপিল শর্মাকে সতর্ক করতে তৈরি হচ্ছে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ভারতে ফেরার সময় বিমানে কপিলের অভব্য আচরণের জন্যই তাঁকে সতর্ক করা হতে পারে, খবর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের।
সূত্রের খবর, এয়ার ইন্ডিয়া প্রধান অশ্বিনী লোহানি ঘটনার দিন উপস্থিত বিমানকর্মীদের কাছ থেকে কপিলের আচরণের বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। তারপরই ঠিক করা হবে, কপিলের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে। কিন্তু কী এমন করেছিলেন কপিল? এয়ার ইন্ডিয়া সূত্রের খবর, গত ১৬ মার্চ মেলবোর্ন থেকে দিল্লীগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ৩০৯-এর বিজনেস ক্লাসে সফর করছিলেন কপিল শর্মা। বিমানে বসেই তিনি অত্যাধিক মদ্যপান করেন। মদ্যপান করে চিৎকার-চেঁচামেচি জুড়ে দেন। অন্য বিমানযাত্রীদের সঙ্গে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন। ইকোনমি ক্লাসের যাত্রীরাও কপিলের এই আচরণ দেখে থতমত খেয়ে যান।
কপিলের চিৎকার শুনে অন্যান্য যাত্রীরা ভয় পেয়ে যান। শেষ পর্যন্ত বিমানকর্মীদের হস্তক্ষেপে তখনকার মতো শান্ত হন জনপ্রিয় ওই কমেডিয়ান। সেই সময় কপিল ও তাঁর টিমের সঙ্গে বিজনেস ক্লাসে যাত্রা করছিলেন এক বৃদ্ধাও। তিনি এই ঘটনায় প্রবল আতঙ্কিত হয়ে পড়েন। তবে এখানেই ‘নাটক’-এর শেষ নয়। খানিকক্ষণ পর ফের নিজের জায়গা ছেড়ে উঠে টিমের বাকি সদস্যদের বকাঝকা করতে থাকেন কপিল। ফের চিৎকার জুড়ে দেন। গালিগালাজও করেন বলে অভিযোগ। শেষ পর্যন্ত বিমানের পাইলট ককপিট ছেড়ে এসে কপিলকে কড়া ভাষায় সতর্ক করেন। এরপর কপিল বাকি রাস্তায় আর কোনও গন্ডগোল করেননি। বাকি পথটুকু তিনি ঘুমিয়েই ফিরেছেন বলে খবর। কিন্তু এই ঘটনাকে কোনওমতেই হালকাভাবে নিচ্ছে না এয়ার ইন্ডিয়া। সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অবলম্বন করে কপিলকে নিজের আচরণের জন্য সতর্ক করতে আটঘাট বেঁধে নামছে এয়ার ইন্ডিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.