Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়ায় পোশাক নিয়ে কটূক্তির এমনই জবাব দিলেন দিশা

জানেন কী বলেছেন অভিনেত্রী? আপনি কি তাঁর সঙ্গে একমত?

Disha Patani lashes trolls for targeting her on social media
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 24, 2017 11:11 am
  • Updated:February 24, 2017 11:12 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারীশক্তির পুজো করে আমাদের দেশ৷ অথচ শালীনতার সেই সীমা জানে না যা কোনও ব্যক্তিকে পশুর পর্যায় থেকে আলাদা করে৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোশাক নিয়ে নীতি পুলিশদের সমালোচনার জবাব এভাবেই দিলেন অভিনেত্রী দিশা পাটানি৷

এবার বাড়ি হবে কৃত্রিম হাড়, ডিমের খোলায়

Advertisement

এক অনুষ্ঠানে কালো রঙের একটি গাউন পরে গিয়েছিলেন দিশা৷ ইন্টারনেটে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই ছবি পোস্টও করেন অভিনেত্রী৷


ফেসবুকের মতো এবার হোয়াটসঅ্যাপেও করুন স্টেটাস আপডেট

এই গাউনের ডিজাইন নিয়েই আপত্তি তোলে কিছু নীতি পুলিশ৷ স্তনযুগল দেখা যাচ্ছে বলে ভারতীয় সংস্কৃতির দোহাই দেওয়া হয় অভিনেত্রীকে৷ তার জবাবেই দিশা লেখেন, “কোনও মহিলা পোশাক দিয়ে কতটা তাঁর চামড়া ঢেকে রয়েছেন তা নিয়ে প্রশ্ন তোলা সোজা৷ কিন্তু যা ঢাকতে বলা হচ্ছে সেই বেঠিক দিকে তাকিয়ে থাকার নিম্নস্তরের মানসিকতাকে গ্রহণ করা সোজা নয়৷” অন্য কারও ইচ্ছেমতো দেওয়া ‘ভারতীয় নারী’র সংজ্ঞা তিনি মানবেন না বলে জানিয়ে দেন দিশা৷ যারা এই সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছেন তাঁদের এই হীনমন্যতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী৷ কারণ পরিবারে তো তাঁদেরও মহিলা সদস্য রয়েছে!

বুদ্ধিমান মানুষের জীবনে সুখ থাকে না, মত গবেষকদের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement