Advertisement
Advertisement
তরুণ মজুমদার

শ্রমিকদের জীবনের সমস্যা নিয়ে আসছে তরুণ মজুমদারের ‘অধিকার’

দেশের শ্রমিকদের রোজকার জীবনের সমস্যাই এই তথ্যচিত্রের প্রতিপাদ্য বিষয়।

Director Tarun Majumdar opens about his next project, Adhikar.
Published by: Sandipta Bhanja
  • Posted:April 11, 2019 5:55 pm
  • Updated:April 11, 2019 5:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর মার্চে মুক্তি পেয়েছে ‘ভালবাসার বাড়ি’। তাঁরও আট বছর আগে, ২০০৫ সালে একঝাঁক টলি তারকাদের নিয়ে বক্স অফিস সুপারহিট ছবি ‘চাঁদের বাড়ি’ মুক্তি পেয়েছে। হ্যাঁ, ছবি দুটো মুক্তির মাঝে সময়ের ব্যবধান অনেকটাই। পরিচালকের বয়সটা তো দেখুন! আশির কোঠায়। কিন্তু বয়সের ভারে নুয়ে থেমে থাকেনি পরিচালক তরুণ মজুমদারের শিল্পসৃষ্টি। কারণ, ফের তিনি হাত দিয়েছেন তাঁর নতুন ছবির কাজে।

[আরও পড়ুন : টাটকা হল ‘বাইশে শ্রাবণ’ ছবির স্মৃতি, সৃজিতকে ক্লিনচিট দিলেন প্রতীম]

Advertisement

তবে, এবারের ব্যাপারটা একটু আলাদা। চার বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই পরিচালক এবার একটি তথ্যচিত্র পরিচালনা করছেন। তথ্যচিত্রের নাম ‘অধিকার’। দেশের শ্রমিক সংগঠন এবং তাঁদের রোজকার জীবনের সমস্যাই এই তথ্যচিত্রের প্রতিপাদ্য বিষয়। সূত্রের খবর অনুযায়ী, ‘অধিকার’-এর শুটিং প্রায় শেষের দিকে। এবং বেশকিছু শ্রমিক সংগঠন এই তথ্যচিত্র তৈরির খরচ জুগিয়েছে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন :   দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইকে সওয়ার সারা, থানায় অভিযোগ দায়ের]

‘ভালবাসার বাড়ি’ মুক্তি পাওয়ার পর পরিচালক বিরতি নিয়েছিলেন। নতুন তথ্যচিত্র পরিচালনা প্রসঙ্গে তরুণ মজুমদার জানিয়েছেন, ‘ভারতের মতো দেশে প্রায় নব্বই শতাংশ শ্রমিক এখনও নানা সমস্যায় জর্জরিত। রোজকার জীবনে তাদের খাওয়া-পড়ার অভাব, শারীরিক সমস্যা এবং চিকিৎসার অভাবের মতো একগুচ্ছ ঝামেলা লেগেই রয়েছে। এই যেমন ধরুন কয়লা খনির শ্রমিক, চা বাগানের শ্রমিক হোক কিংবা সুন্দরবনবাসী, প্রত্যেকের জীবনই সমস্যা জর্জরিত। অভাব, দুর্দশা-দারিদ্রের এই একই চিত্র এদের প্রত্যেকের দৈনন্দিন জীবনের মধ্য দিয়েই প্রতিফলিত হয়। তাই ‘চাঁদের বাড়ি’র মতো একটা পূর্ণদৈর্ঘ্যের পারিবারিক ছবি তৈরির পরও এরকম একটি বিষয় নিয়ে তথ্যচিত্র তৈরি করছি। শুটিং শেষই হয়ে গিয়েছে। এখন আপাতত পোস্ট-প্রোডাকশন পর্যায়ে রয়েছে ‘অধিকার’। যতটা সম্ভব রূঢ় বাস্তবচিত্র তুলে ধরার চেষ্টা করেছি ছবিতে। পাশাপাশি তিনি এও জানান যে ছবির কাস্টিংয়ে কোনও বড় নাম থাকবে না।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement