Advertisement
Advertisement

উচ্ছ্বসিত টিম ‘অভিযাত্রিক’, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হয়ে কী বললেন পরিচালক শুভ্রজিৎ?

এই ছবিতে জুটি বেঁধেছিলেন দিতিপ্রিয়া রায় ও অর্জুন চক্রবর্তী।

Dirctor of Bengali Movie Avijatrik comments on winning National Awarad | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 22, 2022 7:49 pm
  • Updated:July 22, 2022 7:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় পুরস্কার বাংলার তরফ থেকে একমাত্র উজ্জ্বল নাম ‘অভিযাত্রিক’ (Avijatrik )। পরিচালক শুভ্রজিৎ মিত্রর এই ছবির ঝুলিতে সেরা বাংলা ছবি ও সেরা সিনেম্যাটোগ্রাফির পুরস্কার। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি করোনা আবহে খুব অল্প সময়ই সিনেমা হলে জায়গা করে নিয়েছিল। তাই বেশিরভাগ দর্শকের কাছে পৌঁছতে পারেনি এই ছবি। সেই ছবিই এবার সেরা শিরোপা পেল জাতীয় চলচ্চিত্র উৎসবে।

জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা শিরোপা পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পরিচালক শুভ্রজিৎ। সংবাদ প্রতিদিনকে পরিচালক জানালেন, ‘দারুণ লাগছে। সত্যিই দেশের সর্বত্তম পুরস্কার পাওয়া এটা আমার ছবির টিমের পক্ষে যতটা সম্মানের। ততটা সম্মানের প্রত্যেকটা বাঙালির কাছে। এই পুরস্কার আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই। এই ছবি প্রি পোডাকশনের সময় তাঁর প্রয়াণ হয়। ভাল ছবি আমরা বানানোর চেষ্টা তো করেছি, তবে যাঁদের জন্য এটা সম্ভব হয়েছে, ছবির প্রযোজক গৌরাঙ্গ জালান, মধুর ভান্ডারকর, প্রয়াত সুমিত আগরওয়ালকে ধন্যবাদ জানাতে চাই। একদিকে যেমন খুব আনন্দ হচ্ছে, অন্যদিকে অনেককে মিস করছি। জাতীয় চলচ্চিত্র উৎসবের জুরি মেম্বারদের ধন্যবাদ।’

Advertisement

[আরও পড়ুন: টলিউডে খুশির হাওয়া, মা হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় ]

‘অভিযাত্রিক’ ছবিতে প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার ‘রাসমণি’ অর্থাৎ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। দিতিপ্রিয়ার কথায়, ‘খুব আনন্দ হচ্ছে। এরকম একটা ছবির অংশ হতে পারে সত্যিই গর্ব হচ্ছে। ছবির গোটা টিমকে শুভেচ্ছা। খুব পরিশ্রম করে তৈরি এই ছবিটা। আজ সেই পরিশ্রমের ফল পেলাম আমরা।’

অপুর সংসার’-এর পরবর্তী অধ্যায় নিজের সিনেমায় ফুটিয়ে তুলেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। ছবির চিত্রনাট্যও তিনি লিখেছেন। ছবিতে অপু এবং তাঁর ছেলে কাজলের সম্পর্কের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ছবিটি নিবেদন করেছেন মধুর ভাণ্ডারকর এবং গৌরাঙ্গ জালান। সিনেম্যাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন সুপ্রতীম ভল। অরিজিনাল স্কোর বিক্রম ঘোষের (Bickram Ghosh) এবং রবি শংকরের ‘পথের পাঁচালী’র থিম নতুন করে সাজিয়েছেন তাঁরই কন্যা অনুষ্কা শংকর (Anoushka Shankar)। বারাণসী, ডুয়ার্স, বোলপুর থেকে টাকি – দেশের নানা প্রান্তে টিম নিয়ে শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। এই ছবিতে সময়ের চাকা ঘুরিয়ে সত্যজিৎ যুগই যেন ফিরিয়ে আনার চেষ্টা করেছেন পরিচালক। শুভ্রজিত জানিয়েছেন, খুব শীঘ্রই ছবি ফের রিলিজ করানো হবে।

[আরও পড়ুন: ‘এমারজেন্সি’ ছবিতে জয়প্রকাশ নারায়ণের অবতারে চমক অনুপম খেরের, প্রকাশ্যে প্রথম ঝলক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement