Advertisement
Advertisement

Breaking News

পক্ষাঘাতকে হার মানিয়ে স্বপ্নপূরণের কাহিনি, প্রকাশ্যে ‘সুর্মা’র ট্রেলার

দেখুন ভিডিও৷

Diljit Dosanjh-Taapsee Pannu shines in Soorma trailer
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 12, 2018 2:06 pm
  • Updated:June 12, 2018 2:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাল ২০০৬৷ শতাব্দী এক্সপ্রেসে সওয়ার এক যুবক৷ চোখে তাঁর একরাশ স্বপ্ন৷ জাতীয় হকি দলে যোগ দিতে যাচ্ছিলেন৷ ভারতের হয়ে খেলবেন জার্মানির বিশ্বকাপে৷ দেশের জন্য জয় ছিনিয়ে আনবেন৷ এই পণ করেছিলেন৷ কিন্তু ভাগ্য সহায় হল না৷ স্বপ্নের দৌড় খেলার মাঠ পর্যন্ত পৌঁছাতেও পারল না৷ ট্রেনেই তা মুখ থুবড়ে পড়ল আকস্মিক দুর্ঘটনায়৷ আরপিএফ-এর বন্দুক থেকে গুলি ছিটকে লাগল খেলোয়াড়ের গায়ে৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হল৷ শরীরের নিচের অংশে আর কোনও সাড় রইল না৷ কোনও আশার আলো দেখাতে পারেনি ডাক্তাররাও৷ কিন্তু খেলোয়াড়ের জাত তো! হার মানতে শেখেননি ভারতীয় হকির অন্যতম ড্র্যাগ-ফ্লিকার৷ দুই বছরের লড়াইয়ে ফের নিজের পায়ে দাঁড়িয়েছিলেন৷ আবার ময়দানে নেমে নিজের হকির জাদুতে সকলকে মুগ্ধ করেছিলেন৷ সন্দীপ সিং৷ ভারতীয় হকির অন্যতম সেরা খেলোয়াড়ের বাস্তব জীবনকেই পর্দায় তুলে ধরেছেন পরিচালক শাদ আলি৷ মুখ্য ভূমিকায় দিলজিৎ দোসাঞ্জ ও তাপসী পান্নু৷ প্রকাশ্যে এল ‘সুর্মা’র থিয়েট্রিক্যাল ট্রেলার৷

 

Advertisement

[প্রথম প্রেমের আবেগ নিয়ে প্রকাশ্যে ইশান-জাহ্নবীর ‘ধড়ক’-এর ট্রেলার]

পর্দার কাহিনিতে প্রাধান্য পেয়েছে দিলজিৎ ও তাপসীর প্রেম৷ তবে সন্দীপের স্ট্রাগলও ফুটিয়ে তোলা হয়েছে৷ হকির ময়দানের কাহিনি আগেও এসেছে পর্দায়৷ শাহরুখ খানের ‘চক দে ইন্ডিয়া’ দর্শকদের বেশ পছন্দ হয়েছিল৷ এখনও টেলিভিশনের পর্দায় তাঁর জনপ্রিয়তা রয়ে গিয়েছে৷ সে কাহিনিই বাস্তব থেকেই অনুপ্রাণিত ছিল৷ এবার পালা ‘সুর্মা’র৷ ইতিমধ্যেই ছবির ট্রেলার দর্শকদের পছন্দ হয়েছে৷ জুলাই মাসের ১৩ তারিখ সারাদেশে মুক্তি পাবে ছবিটি৷ তবে দিলজিৎ থাকায় পাঞ্জাবের দর্শকদের কাছে বাড়তি প্রত্যাশা রাখছেন প্রযোজকরা৷

[মহাদেবের বিকৃত ছবি পোস্টের অভিযোগ, আটক নওয়াজউদ্দিন সিদ্দিকির ভাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement