সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকমাস ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন অভিনেতা দিলীপ কুমার। ডিহাইড্রেশন ও কিডনিজনিত সমস্যা নিয়ে গত বুধবার আবারও মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভরতি এই বর্ষীয়ান অভিনেতা। বৃহস্পতিবার সকালে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু বিকেল থেকে তাঁর শারীরিক সমস্যা বাড়তে থাকে। আপাতত তাঁকে আইসিইউ’তে রাখা হয়েছে।
[বহু বছর পর অ্যাওয়ার্ড সেরিমনির মঞ্চে আমির খান]
দিলীপ কুমারের জন্য তৈরি হয়েছে স্পেশাল মেডিক্যাল বোর্ড। সেই মেডিক্যাল বোর্ডের তরফ থেকে জানানো হয়, অভিনেতার ক্রিয়েটিনিন লেভেল ক্রমশই বাড়ছে। এমনকী রেচন প্রক্রিয়াতেও সমস্যা দেখা দিচ্ছে। বয়সের নিরিখে তাঁর অবস্থা এখন আশঙ্কাজনক। ডিহাইড্রেশনই তাঁর কিডনিতে প্রভাব ফেলেছে বলে জানান চিকিৎসক। ৯৪ বছর বয়সী অভিনেতা কয়েকদিন আগেও ভরতি ছিলেন হাসপাতালে। তাঁকে দেখতে হাসপাতালে এসেছিলেন তাঁর কাছের বন্ধুরা। এসেছিলেন বলিউডের বহু বিশিষ্টরাও। ছায়াসঙ্গী হয়ে সর্বদা পাশে থেকেছে স্ত্রী সায়রা বানু। বলিউডের ট্র্যাজেডি কিং-এর আরোগ্য কামনা করছে গোটা বলিউড।
[জানেন, কেন দর্শককে চমকে দেওয়ার কথা বলছেন এই অভিনেত্রী?]
ভারতীয় ছবির অন্যতম মাইলস্টোন ইউসুফ খান, যাঁকে সারা বিশ্ব চেনে দিলীপ কুমার নামে। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ ছবিতে অভিষেক। অভিনয়ের দক্ষতা ও স্টাইলের জোরে ভারতীয় ছবিতে তিনি আনেন নয়া মাত্রা। কখনও দেবদাস তো কখনও সেলিম, বিভিন্ন চরিত্রের হাত ধরে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন ভারতীয় সিনেমার ট্র্যাজেডি কিং। যতবার ধরা দিয়েছেন ফ্রেমে, ততবারই মন জয় করেছেন দর্শকদের। ১৯৯৮ সালে শেষবার ‘কিলা’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। ১৯৯৪ সালে দাদাসাহেব ফালকে ও ২০১৫ সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয় এই কিংবদন্তিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.