সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাষা অতি মূল্যবান বস্তু৷ সঠিক স্থানে সঠিকভাবে প্রয়োগ না করলেই বিপত্তি৷ এই বিপত্তিই ঘটিয়ে বসেছেন পরিচালক রাম গোপাল বর্মা৷ বলিউডের বক্স অফিসে তাঁর ‘আগ’-এর আঁচ যতই ঠান্ডা হোক, টুইটারে তিনিই হামেশাই অতিসক্রিয়৷ এই অতিসক্রিয়তারই নমুনা দেখা গেল ২৫ ডিসেম্বর৷ যার খেসারত দিতে হল স্বয়ং বিগ বিকে৷
বড়দিনেই ২৫ বছর পূর্ণ করে অমিতাভের এভারগ্রিন হিট ছবি ‘কালিয়া’৷ সেই আনন্দে বিগ বির প্রশংসা করতে গিয়েছিলেন রামু৷ কিন্তু সেই প্রশংসার জন্য যে ভাষা বেছেছিলেন, তা লেখার অযোগ্য৷ তাই নিচের টুইটটি যুক্ত করে দেওয়া হল৷
মাত্র কিছুক্ষণের জন্য রামুর টুইট ওয়ালে ছিল এই মেসেজ৷ তারপরই বিপদ বুঝে তুলে নেওয়া হয়৷ কিন্তু ততক্ষণে সোশাল মিডিয়ার বাসিন্দাদের নজরে পড়ে গিয়েছে তাঁর এই প্রশংসার বাক্যবাণ৷ কী বলছেন, কেন বলছেন এবং সবচেয়ে বেশি কথা কাকে বলছেন – এই ভাষা প্রয়োগের আগে পরিচালকের ভাবা উচিত ছিল৷ এমনটাই মনে করছেন অনেকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.