সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধ কোনও সমস্যার সমাধান হতে পারে না। কেবলমাত্র আলোচনার মাধ্যমেই তা করা সম্ভব। যাঁরা যুদ্ধ চান, তাঁদের হাতে বন্দুক দিয়ে সীমান্তে লড়তে পাঠিয়ে দেওয়া উচিত। তাহলেই তাঁরা বুঝবেন যুদ্ধ বিষয়টি আসলে কী। নতুন ছবি ‘টিউবলাইট’-এর মুক্তির আগে এমন মন্তব্যই করলেন বলিউডের সুলতান সলমন খান।
[বিশ্বের বাজারে নয়া রেকর্ড গড়ার পথে আমিরের ‘দঙ্গল’]
সামনেই ছবির মুক্তি। তাই প্রচারে এসেছিলেন সলমন। যুদ্ধ না আলোচনার মাধ্যমে শান্তি, কোনটির পক্ষে তিনি? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে যেন ‘দাবাং’ মেজাজে ফিরে গেলেন সুলতান। সোজা জানিয়ে দিলেন, যে কোনও মানুষকে যুদ্ধের ভাল-মন্দ নিয়ে প্রশ্ন করলে তিনি মন্দই বলবেন। এটা একটা নেতিবাচক প্রক্রিয়া। কিন্তু কেন কে জানে এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়। টেবিলে বসে আলোচনার মাধ্যমেই একমাত্র সব সমস্যা সমাধান করা সম্ভব বলে মনে করেন ভাইজান।
সলমনের মতে, ‘যাঁরা যুদ্ধ করার নির্দেশ দেন। তাঁদের যুদ্ধক্ষেত্রের একেবারে সামনে দাঁড় করিয়ে দেওয়া উচিত। আর তাঁদেরই লড়তে বলা উচিত। হাত কাঁপতে শুরু করবে। পা কাঁপতে শুরু করবে। সোজা টেবিলে এসে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নেবে।’
[স্বামীর সঙ্গে মাদার সোফিয়ার অন্তরঙ্গ মুহূর্ত ফাঁস, দেখুন ভিডিও]
সামনেই ইদ। আর ইদ মানেই সলমানের ছবি। সেই প্রথা মেনেই ২৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘টিউবলাইট’। সাধারণত ছবি মুক্তির আগে তারকারা একটু সাবধানেই থাকেন। এড়িয়ে যান বিতর্কিত মন্তব্য। কিন্তু বলিউডের সুলতান সে সবের ধার দিয়েও গেলেন না। ভাই সোহেল খানকে পাশে নিয়েই যেন জন্ম দিলেন নয়া বিতর্কের। তবে নিন্দুকদের মতে এই বিতর্কের হাত ধরেই বক্স অফিসের বৈতরণি পার করতে চাইছেন ভাইজান।
এদিকে শোনা যাচ্ছে, ইদের মুক্তির পরই নিজের নতুন ছবির প্রস্তুতি শুরু করে দেবেন সুলতান। আর ফের একবার ডেভিল অবতারে দেখা যাবে তাঁকে। এবার সল্লু বুক করেছেন ২০১৯ সালের বড়দিনের স্লট। সেদিনই মুক্তি পাবে সলমনের ‘কিক ২’।
[সম্পর্কের ছায়া ও ছবি নিয়েই কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছায়াছবি]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.