Advertisement
Advertisement

Breaking News

অস্কারে মনোনীত ধোনির বায়োপিক

সুশান্ত সিং রাজপুত অভিনীত সিনেমা এবার বিদেশের পথে৷

Dhoni's biopic nominated for the Oscars
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 23, 2016 10:08 am
  • Updated:December 23, 2016 10:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোট ৩৬৬টি সিনেমার মধ্যে জায়গা করে নিল এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি৷ এবারের অস্কার পুরস্কারের জন্য মনোনীত সিনেমাগুলির মধ্যে প্রাথমিকভাবে জায়গা পেয়েছে ভারতীয় একদিনের দলের অধিনায়কের এই বায়োপিক৷ সঙ্গে অবশ্য সরবজিত্‍ সিনেমাটিও এবার অস্কারের জন্য মনোনীত হয়েছে৷

দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স প্রতি বছর এই তালিকা প্রকাশ করে৷ নিয়ম অনুযায়ী, অস্কারের জন্য মনোনীত হতে নির্দিষ্ট সিনেমাটি লস এঞ্জেলসের কোনও বাণিজ্যিক হলে বছরে অন্তত সাতদিনের জন্য দেখানো হতে হবে৷ এবং সিনেমা ৪০ মিনিটের বেশি সময়ের হতে হবে৷ সব ক’টি শর্তপূরণ করে সুশান্ত সিং রাজপুত অভিনীত সিনেমা এবার বিদেশের পথে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement