Advertisement
Advertisement

Breaking News

ফ্রেন্ডশিপ ডে-তে ‘শোলে’র নস্ট্যালজিয়া ফেরালেন ধর্মেন্দ্র

'ইয়ে দোস্তি হাম নহি তোড়েঙ্গে'।

Dharmendra posts Yeh Dosti in Friendship Day
Published by: Bishakha Pal
  • Posted:August 5, 2018 4:38 pm
  • Updated:August 5, 2018 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে আজ, ৫ আগস্ট পালিত হচ্ছে ফ্রেন্ডশিপ ডে। আর এমন দিনটি জয় আর বীরু উদযাপন করবে না, তাও কী হয়? টুইটারে ধর্মেন্দ্র ফ্রেন্ডশিপ ডে স্পেশাল মেসেজ পোস্ট করলেন।

ফ্রেন্ডশিপ ডে মানেই সেখানে অবশ্যম্ভাবী ‘ইয়ে দোস্তি’ ট্র্যাক। গান যে আর নেই, তা নয়। বন্ধু্ত্বের উপর গান ভরতি বলিউডে। ‘তেরে জ্যায়সা ইয়ার কাঁহা’ থেকে শুরু করে ‘ইয়ারোঁ দোস্তি’, অনেক গানই রয়েছে। কিন্তু ‘শোলে’ ছবির ‘ইয়ে দোস্তি’ ইতিহাসে মাইলফলক। এই গানের পিকচারাইজেশনে ছিলেন ধর্মেন্দ্র আর অমিতাভ। এই বন্ধুত্বের দিনে সেই গানটি দিয়েই সেলিব্রেট করলেন ধর্মেন্দ্র।

Advertisement

রবিবার ধর্মেন্দ্র গানের সেই বিখ্যাত দৃশ্য শেয়ার করেন। বন্ধুত্বের যেটি চিরন্তন নিদর্শন। মোটর সাইকেল চালাচ্ছেন তাঁর পার্টনার-ইন-ক্রাইম অমিতাভ আর তার পিছনের সিটে দাঁড়িয়ে মাউথঅর্গান বাজাচ্ছেন তিনি। ছবিতে বিগ বি-কে ট্যাগ করেন ধর্মেন্দ্র। মেসেজে লেখেন, “সারা পৃথিবী এই বন্ধুত্বের উদাহরণ দেবে।”

তবে ফ্রেন্ডশিপ ডে নিয়ে আজ কিছু পোস্ট করেননি অমিতাভ। তবে গত বছর তিনি যা পোস্ট করেছিলেন, তা সেই ‘শোলে’ সিনেমারই সিন। সিনেমার কারাগারের দৃশ্যটি শেয়ার করেছিলেন তিনি। পার্টনার-ইন-ক্রাইম হিসেবে এর থেকে ভাল ছবি আর কী হতে পারে?

 

Two very keen ,committed ,interested artists on the sets of SHOLAY … the jail sequence

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan) on

 

Rehearsing for SHOLAY ..

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan) on

ধর্মেন্দ্র যে শুধু অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি দিয়েছেন, তা নয়। অন্য সহকর্মীদের সঙ্গেও ছবি দিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement