Advertisement
Advertisement

Breaking News

দেব, মিমি চক্রবর্তী. নুসরত জাহান

ফণীর কাছে প্রাণ বাজি রেখে সাংবাদিকতাকে কুর্ণিশ দেবের, পাশে মিমি-নুসরতও

ফণীর জেরে পুরী যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন মিমি৷

Dev salutes journalists for putting their lives at risks for the people
Published by: Sandipta Bhanja
  • Posted:May 4, 2019 3:22 pm
  • Updated:May 4, 2019 3:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বাংলায় ফণী ক্রমশই ধেয়ে আসছে৷ হতে পারে ব্যাপক ক্ষয়ক্ষতি৷ শুক্রবার রাতের দিকে সংবাদমাধ্যমগুলিতে চোখ রেখে এই আপডেট বারবারই দেখেছেন রাজ্যবাসী৷ তবে আদতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের সঙ্গে মিলল না বাস্তব৷ পরিবর্তে রাজ্যে বিষদাঁত ফোটাতে পারল না ফেণী৷ এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমে আতঙ্ক ছড়ানোর অভিযোগে দুষছেন অনেকেই৷ কিন্তু সাংবাদিকদের পাশে দাঁড়ালেন তৃণমূলের তারকা প্রার্থী দেব, নুসরত এবং মিমি৷ 

তৃণমূল প্রার্থী  দেব সাংবাদিকদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, “এই ঝড়-জলের রাতে নিজের প্রাণের তোয়াক্কা না করেও যেসব সাংবাদিকরা মুহূর্তে মুহূর্তে ফণীর আপডেট দিচ্ছেন, তাঁদের কুর্ণিশ জানাই।” সাধারণ মানুষদের উদ্দেশ্যে বার্তা দিয়ে একটি ভিডিও আপলোডও করেন তিনি। “ভোট, নির্বাচন, রাজনীতি পরে হবে। আপাতত সুরক্ষিত জায়গায় থাকুন।” জানান দেব। বাচ্চাদের সামলে রাখা, বিদ্যুতের তার, উঁচু দেওয়াল থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছেন তারকা প্রার্থী। এই সময়ে রাজনীতি না করে সাধারণ মানুষের পাশে থাকার আরজিও জানিয়েছেন দেব৷ 

Advertisement

[আরও পড়ুন : কানাডার নাগরিক নন অক্ষয়! নতুন তথ্য ঘিরে জল্পনা ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#Respect

A post shared by Dev Adhikari (@imdevadhikari) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

ভোট, নির্বাচন, রাজনীতি পরে হবে। আপাতত সুরক্ষিত জায়গায় থাকুন। বিদ্যুৎ এর তার, উঁচু দেওয়াল এসবের কাছে থাকবেন না। বাচ্চাদের সামলে রাখুন। প্রবল ঝড় থেকে বাঁচার জন্য স্কুলবাড়িতে আশ্রয় নিন। ভালো থাকুন। বিপর্যয় কে মোকাবিলা করতে হবে সকলে মিলে একসাথে। আমাদের সমর্থক রা কোনো দল কোনো ঝান্ডা দেখবেন না। প্রত্যেক বিপন্ন মানুষ কে সাহায্য করুন। ঘাটাল লোকসভার বিপর্যয় মোকাবিলা দপ্তরের এই নম্বরে যোগাযোগ করুন, CONTROL ROOM NUMBER – 7001577383 / 03222222300 /9434012735 /03222275428

A post shared by Dev Adhikari (@imdevadhikari) on

১৯ মে সপ্তম এবং চূড়ান্ত দফা ভোটের আগেই মিমি চক্রবর্তী সিদ্ধান্ত নিয়েছিলেন পুরীর জগন্নাথ মন্দির দর্শনের। কথা ছিল এই দিন কয়েকের মধ্যেই যাবেন তিনি। তবে, ফণীর কথা শুনেই পালটে ফেলেন সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে সাবধানবাণীও দেন৷ একই সুর শোনা গিয়েছে বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের গলাতেও। সকলকে নিরাপদে থাকার পাশাপাশি গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement