Advertisement
Advertisement

বিয়ের পর প্রথমবার সিদ্ধিবিনায়ক মন্দিরে দীপবীর, দেখুন ভিডিও

শনিবার মুম্বইতে রিসেপশন রণবীর-দীপিকার৷

Deepveer visit Siddhivinayak Temple
Published by: Sayani Sen
  • Posted:November 30, 2018 9:25 pm
  • Updated:November 30, 2018 9:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজকীয় বিয়ে মিটেছে প্রায় দু’সপ্তাহ আগেই৷ সোশ্যাল মিডিয়ায় ইতিউতি উঁকি দিলেই দেখা যাচ্ছে নবদম্পতির একের পর এক ছবি৷ শনিবার আবারও রিসেপশন বলিউডের সেলেব কাপলের৷ তার আগে শুক্রবার সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন দু’জনে৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

. . . . #deepikapadukone #deepikaranveer #ranveersingh #ranveerdeepika #bollywood #hollywood #deepika #deepikapadukon #deepikalove #beauty #beautyqueen #queenofbollywood #deepu #deepveer #love #deepveerkishaadi #bollywood #bollywoodlife #bollywoodlifestyle . . . . #deepveer_is_love

Advertisement

A post shared by deepika💝 fanclub😍😘💕💕 (@deepveer_is_love) on

[মুম্বইয়ে রিসেপশনে স্বমহিমায় দীপবীর, চুমুতে মস্তানিকে প্রেম নিবেদন বাজিরাওয়ের]

ছ’বছরের প্রেমের সম্পর্ক৷ পরিণতি পায় চলতি মাসের ১৪ এবং ১৫ নভেম্বর৷ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ইটালির লেক কোমোতেই বসেছিল বিয়ের আসর৷ পরিবারের লোকজন ছাড়া আর বিশেষ কাউকে দেখা যায়নি অনুষ্ঠানে৷ বেঙ্গালুরু হোমটাউন দীপিকার৷ ২৮ নভেম্বর বেঙ্গালুরুতে রিসেপশনের আয়োজন করা হয়েছিল৷ ওই পার্টিতেও দুই পরিবারের ঘনিষ্ঠরা ছাড়া যদিও কাউকেই দেখা যায়নি৷ ১ ডিসেম্বর মুম্বইতে রয়েছে রিসেপশন৷ সেখানে বলি তারকারা উপস্থিতি থাকবেন বলেই জানা গিয়েছে৷ রিসেপশনের জোরদার প্রস্তুতি চলছে বাণিজ্য নগরীতে৷

এই রিসেপশনের আগে শুক্রবার সিদ্ধিবিনায়ক মন্দিরে গেলেন দীপবীর৷ সিদ্ধিদাতার আশীর্বাদ নিতেই হাজির হয়েছিলেন দু’জনে৷ এই মুহূর্তে শ্বশুরবাড়িতেই রয়েছেন দীপিকা৷ কিন্তু শোনা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই নাকি নতুন অ্যাপার্টমেন্টে উঠে যাবেন তাঁরা৷ নতুন সংসার শুরুর আগে তাই পরিবারের সকলের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে দেখা গেল যুগলকে৷

[দীপিকাকে বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী বললেন রবিনা!]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Looking beautiful #ranveersingh gets so much love from his fans as they all call him Baba and not by his name. #deepikapadukone #siddhivinayaktemple #DeepVeerKiShaadi @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

এবারও তাঁদের দেখা গেল সব্যসাচীর পোশাকে৷ শুধু যে মনের মিল হয়েছে দীপবীরের তাই নয়, বিয়ের পর থেকেই একই রঙের পোশাকে দেখা যাচ্ছে দু’জনকেই৷ আইভরি রঙের পোশাক পরেছিলেন তাঁরা৷ রণবীর পরেছিলেন কুর্তা আর পাজামা৷ সঙ্গে ছিল জ্যাকেট৷ চোখে গোল কালো রঙের সানগ্লাস৷ দীপিকা বেছে নিয়েছিলেন, এ-লাইন সাদামাটা কুর্তা আর ওয়াইড লেগড প্যান্ট৷ তবে দুপাট্টায় ভরতি কাজ৷ কানেও বড় দুল পরেছিলেন ‘পদ্মাবতী’৷ নতুন বউয়ের মতো দু’হাতে ছিল চূরা আর সিঁথিতে চওড়া সিঁদুর৷ একইরকম হাসিতে এদিন মন জয় করলেন নবদম্পতি৷

[পরের বছর বিয়ে করছেন রুদ্রনীল?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Power couple #ranveersingh #deepikapadukone

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement