Advertisement
Advertisement

Breaking News

জানেন, বিয়ের পর রণবীরের কোন কথা চোখে জল আনল দীপিকার?

নভেম্বরেই লেক কোমোয় বিয়ে সারেন রণবীর-দীপিকা৷

Deepika tears up as husband wins award
Published by: Sayani Sen
  • Posted:December 17, 2018 9:10 pm
  • Updated:December 17, 2018 9:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার পর্দায় রানি পদ্মাবতীকে শেষমেশ পাননি আলাউদ্দিন খলজি৷ তবে ব্যক্তিগত জীবনে তিনি তাঁর রানিকে পেয়ে গিয়েছেন সারা জীবনের জন্য। স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড-২০১৮ পুরস্কার নিতে উঠে স্ত্রী দীপিকাকে নিয়ে প্রকাশ্যে এমনই বললেন রণবীর সিং। সকলের সামনেই জানান, ”বেবি আই লাভ ইউ”। রণবীরের কথা শুনে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন দীপিকা।

‘পদ্মাবত’ ছবিতে আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয়ের জন্য বলিউডের অনেক তারকাকেই অনুরোধ করেছিলেন সঞ্জয়লীলা বনশালি৷ শোনা যায়, শাহরুখও নাকি খলনায়কের চরিত্রে অভিনয় করতে চাননি। তবে রণবীর ঝুঁকি নিয়েছিলেন৷ আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয় করেন। আর এই সিদ্ধান্তের জেরেই তাঁর মুকুটে জুড়ল নতুন পালক। স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড-২০১৮-র সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন রণবীর সিং।

Advertisement

বড়পর্দায় নির্ভয়ার গণধর্ষণের ঘটনা, ট্রেলার দেখে শিউরে উঠছেন দর্শকরা

দীপিকাকে ধন্যবাদ জানিয়ে রণবীর বলেন, ”গত ৬ বছরে আমি অনেক কিছুই জয় করেছি, কারণ তুমি আমাকে ঘিরে ছিলে।” এই পুরস্কার জয়ের পর সিনেপ্রেমীরা  তাঁর প্রশংসায় পঞ্চমুখ।

এই পুরস্কার পাওয়ার পর শুধু দীপিকাই নন, পরিচালক-প্রযোজক সঞ্জয়লীলা বনশালিকেও ধন্যবাদ জানাতে ভোলেননি রণবীর। পাশাপাশি রণবীর তাঁর মা অঞ্জু ভবানানী, বাবা জগজিৎ সিং ভবনানী ও দিদি ঋতিকা সিং ভবনানীকেও ধন্যবাদ জানিয়েছেন। আর রণবীর যখন এসব কথা বলছিলেন, তখন দর্শকাসনে বসে কেঁদে ফেলেন রণবীরের গর্বিত স্ত্রী দীপিকা।

বিয়ে করছেন? মুখ খুললেন পরিণীতি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement