Advertisement
Advertisement

Breaking News

শাড়িতে বেসামাল দীপিকা, দেখুন কীভাবে সামলালেন রণবীর

দেখুন, বেঙ্গালুরুতে দীপবীরের রিসেপশনের ছবি৷

Deepika-Ranveer's Wedding Reception
Published by: Sayani Sen
  • Posted:November 21, 2018 9:23 pm
  • Updated:November 29, 2018 1:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারিবারিক আত্মীয়দের নিয়েই বিয়ে সারতে চেয়েছিলেন দীপবীর৷ তাই ইটালির লেক কোমোয় ডেস্টিনেশন ওয়েডিং সেরেছিলেন দুজনে৷ বিদেশের মাটিতে যতই প্রেম পরিণতি পাক না কেন, নিজের শহরকে কি ভোলা যায়? তাই তো বিয়ের প্রথম রিসেপশনের জন্য বেঙ্গালুরুকেই বেছে নিলেন দীপিকা-রণবীর৷

[নেটদুনিয়া কাঁপাচ্ছে মেহেন্দিতে দীপিকার নৃত্য, কোন গানে নাচলেন অভিনেত্রী?]

প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর লেক কোমোয় ১৪ এবং ১৫ নভেম্বর বিয়ে সারেন দীপিকা-রণবীর৷ প্রথম দিন কোঙ্কনি মতে এবং দ্বিতীয় দিনে সিন্ধি রীতি মেনে পরিণতি পায় দুজনের প্রেম৷ বিয়ে সেরে রবিবারই মুম্বইয়ে ফেরেন নবদম্পতি৷ মঙ্গলবার বিমানে চড়ে দীপবীর পাড়ি দিয়েছিলেন বেঙ্গালুরু৷ সদ্য বিবাহিত স্ত্রীর হোমটাউন বলে কথা! তাই তো সেখানেই রিসেপশনের পরিকল্পনা করেছিলেন দীপিকা৷ স্ত্রীর পছন্দকে সম্মান দেবেন না এমন নন রণবীর৷ তাই তো বিয়ের প্রথম রিসেপশনের জন্য বেছে নেওয়া হয় বেঙ্গালুরুর লীলা হাউস৷

Advertisement

[স্ত্রীর হাত ধরে বেঙ্গালুরু পাড়ি রণবীরের, এই ছবি মিস করবেন না]

বুধবার সন্ধে আটটা নাগাদ স্ত্রীর হাত ধরে পার্টিতে দেখা যায় রণবীরকে৷ সোনালি রঙের শাড়িতে একেবারে ঐতিহ্যবাহী সাজে দেখা গিয়েছে দীপিকাকে৷ তাঁর মা এই শাড়িটি উপহার দিয়েছেন৷ বিয়ের আগে বেঙ্গালুরুর বেশ কয়েকবার মায়ের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে৷ অনেকেই বলছেন, সেই সময়ই নাকি এই শাড়িটি কিনেছিলেন মা-মেয়ে৷ শাড়ি সামলাতে নাজেহাল দীপিকা৷ তাতে সাহায্য করতেও দেখা গিয়েছে রণবীরকে৷ রণবীর সেজেছিলেন কালো পোশাকে৷ কেউ কেউ বলছেন রোহিত বলই নাকি এই পোশাক ডিজাইন করেছেন৷ আবার কারও দাবি ওই পোশাকটি নাকি সব্যসাচী মুখোপাধ্যায় ডিজাইন করেছেন৷ যদিও এ বিষয়ে এখনও কিছুই জানাননি বলিউডের সেলেব কাপল৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranveer Singh (@ranveersingh) on

[একেই বলে ভালবাসা, হাতের তালুতে দীপিকার নাম লিখলেন রণবীর]

দক্ষিণ ভারতীয় পরিবারের মেয়ে হওয়ার ফলে কোঙ্কনি মতেই বিয়ে সেরেছিলেন প্রিয়াঙ্কা৷ তাই রিসেপশনের মেনুতে দক্ষিণী খাবারের ভিড়৷ এই পার্টিতে মূলত উপস্থিত ছিলেন দীপিকা ও রণবীরের পরিবারের ঘনিষ্ঠরাই৷ বলিউডের কোনও সেলেবকেই দেখা যায়নি এই অনু্ষ্ঠানে৷ ২৮ নভেম্বর মুম্বইতে রিসেপশনের আয়োজন করেছেন রণবীর৷ শোনা যাচ্ছে গ্র্যান্ড হায়াত হোটেলের এই পার্টিতেই নাকি দেখা যাবে বলিউডের একঝাঁক তারকাকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement