সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজকীয় বিয়ের পর প্রায় সপ্তাহখানেক কেটে গিয়েছে৷ তারপরেও দীপিকা-রণবীরের বিয়ে নিয়ে উৎসাহের শেষ নেই৷ উৎসাহের পারদ আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে দীপবীরের বিয়ের ছবি৷ সদ্যই ভাইরাল হয়েছে আরও ১৪-১৫টি ছবি৷ যা এখন সকলের টাইমলাইনে ঘুরে বেড়াচ্ছে৷
ইটালির তাস্কানি সেজে উঠেছিল ক্রিকেট-বলি জুটি বিরাট-অনুষ্কার বিয়েতে৷ তার বছরখানেক পর আবারও বিগ বাজেটের বিয়ে৷ বি-টাউনের সেলেব কাপল দীপিকা-রণবীরের বিয়ে হয়েছে সদ্যই৷ আসর বসেছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা লেক কোমোয়৷
১৪ নভেম্বর কোঙ্কনি এবং ১৫ নভেম্বর সিন্ধি মতে বিয়ের মাধ্যমেই পরিণতি পায় বছর ছয়েকের প্রেম৷ জীবনের বিশেষ মুহূর্তের ছবি নিয়ে গোপনীয়তা ছিল যথেষ্টই৷ দীপবীরের বিয়ের দিকে নজর ছিল সকলের৷ সেই বিয়ের ছবি দেখতে না পেয়ে হাঁসফাঁস করছিলেন অনুরাগীরা৷ বিয়ে মেটার পরই নবদম্পতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ছবি৷ রাজকীয় বিয়ে নিয়ে সেই সময় আলোচনা কম হয়নি৷
ওই ছবিগুলি নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই আরও ১৫-১৬টি ছবি শেয়ার করেছেন দুজনে৷ হলদি, মেহেন্দি, বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দীপবীর৷
মেহেন্দি অনুষ্ঠানে নাচতেও দেখা গিয়েছে দীপিকাকে৷ সেখানে ‘মাস্ত কালান্দার’ গানে কোমর দোলান অভিনেত্রী৷
মেহেন্দি, হলদি থেকে বিয়ে প্রতি মুহূর্তেই সব্যসাচীর ডিজাইনিং পোশাকে সেজেছিলেন দীপিকা৷
বহু প্রতীক্ষিত বিয়ের মেহেন্দি অনুষ্ঠানে আবেগে কেঁদে ফেলেছিলেন রণবীর ঘরনি৷ সব সময়ই কেয়ারিং প্রেমিক হিসাবে দেখা গিয়েছে রণবীরকে৷ বিয়ের প্রত্যেক মুহূর্তেই সেই একই ভূমিকায় তিনি৷ মেহেন্দি অনুষ্ঠানে স্ত্রীকে খাইয়ে দেন রণবীর৷ পরিবর্তে হবু স্বামীকে চুমুও দেন দীপিকা৷
বিয়ে সেরে রবিবারই ইটালি থেকে মুম্বইয়ে ফিরে আসেন নবদম্পতি৷ বিমানবন্দরেও সাদা-লাল কম্বিনেশনে পোশাকে ঐতিহ্যবাহী সাজে দেখা গিয়েছিল দুজনকেই৷ মুম্বইয়ে রণবীরের বাড়িতেও রাজকীয় অভ্যর্থনা পান নববধূ৷
মঙ্গলবার সকালের বিমানে বেঙ্গালুরুর উদ্দেশে উড়ে যান রণবীর-দীপিকা৷
বেঙ্গালুরু নববধূর ছোটবেলার শহর৷ তাই সেখানেই পাড়ুকোন হাউসে বুধবার রিসেপশনের আয়োজন করা হয়৷ নবদম্পতির পরিবারের ঘনিষ্ঠরা ছাড়াও বলিউডি তারকারা আমন্ত্রিত রিসেপশনে৷ ২৯ নভেম্বর মুম্বইয়ে রিসেপশনের আয়োজন করেছেন রণবীর৷ বি-টাউনে একঝাঁক তারকার দেখা মিলতে পারে এই পার্টিতে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.