Advertisement
Advertisement

বাজিরাও পেলেন মস্তানিকে, বিয়ে হয়ে গেল রণবীর-দীপিকার

কোঙ্কনি মতে বিয়ে সারলেন দুজনে৷

  Deepika-Ranveer tie the knot
Published by: Tanujit Das
  • Posted:November 14, 2018 4:36 pm
  • Updated:November 14, 2018 6:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান! গাঁটছড়া বাঁধলেন দীপিকা পাড়ুকোন-রণবীর সিং৷ ইতালির লেক কোমোর ভিলা দেল বালবিয়ানেও-র একটি বিলাসবহুল প্রাসাদে বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন ‘দীপ-বীর’ জুটি৷ কোঙ্কনি মতে বিয়ে সারলেন বলিউডের ‘বাজিরাও এবং মস্তানি’৷

 

[ইতালিতেই কেন গাঁটছড়া বাঁধছেন রণবীর-দীপিকা? এই ১০টি কারণই নেপথ্যে]

বিয়ে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয় লেক কোমোতে৷ বিয়ের ছবি যাতে কোনওভাবেই বাইরে প্রকাশ না পায় সেই জন্য আসরে মোবাইল নিয়ে যাওয়ার অনুমতি ছিল না৷ সূত্রের খবর, বিয়ের আসরে উপস্থিত ছিলেন দু’জনের পরিবারের কাছের আত্মীয় ও সদস্যরা৷

দুই পরিবারের ৩০ থেকে ৪০ জন আত্মীয়ের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ে৷ সন্ধ্যায় সেখানে যাওয়ার কথা রয়েছে বলিউড বাদশা শাহরুখ খান ও পরিচালক সঞ্জয়লীলা বনশালির৷ আগামিকাল, ১৫ নভেম্বর সিন্ধি মতে আবারও বিয়ে হবে তাঁদের৷ তারপর মুম্বইতে হবে গালা রিসেপশন৷

[‘বিগ বস’-এর উপর বেজায় চটেছেন এই প্রতিযোগীর স্ত্রী, কেন জানেন?]

দীপিকার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভা মুদগল৷ বলিউডের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর পোশাকে বিয়ের আসরে উপস্থিত হন ‘ডিম্পল গার্ল’ দীপিকা৷ ‘দীপবীর’-এর বিছানা-সহ গোটা ভিলাই সাজিয়ে তোলা হয়েছে সাদা গোলাপ, লিলি এবং মোমবাতি দিয়ে৷ কয়েকদিন আগেই সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে তার এক ঝলক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement