Advertisement
Advertisement

Breaking News

ট্রিপল-এক্সের সঙ্গে ‘মস্তানি’র উষ্ণ রসায়ন

দর্শক মুখিয়ে থাকল নয়া অবতারের দীপিকার পারফর্ম্যান্স দেখার জন্য৷

Deepika Padukone's new still with Vin Diesel is too hot
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 6, 2016 1:09 pm
  • Updated:June 6, 2016 1:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেদিন থেকে হলিউডে পা রেখেছেন, সেদিন থেকেই তিনি খবরের শিরোনামে৷ বলিপাড়া তো মুগ্ধ ছিলই তাঁর ‘মস্তানি’তে৷ নয়া প্রজন্মের এক নম্বর নায়িকার আসনও ছিল প্রায় পাকা৷ কিন্তু নিশ্চিত কেরিয়ারের নিশ্চিন্ত ঘেরাটোপ ছেড়ে তিনি পা বাড়িয়েছিলেন হলিউডের দিকে৷ বিগ বি, ওম পুরি, ইরফান খান, ঐশ্বর্য রাইদের পথে হেঁটে ইতিমধ্যেই হলিউডে তুমুল সাফল্য পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ দীপিকাও ধরেছেন সেই রাস্তাই৷

হলিউডে পা রেখেই ভিন ডিজেলের ছবিতে কাজ পাওয়া নিঃসন্দেহে দীপিকার কাছে বড় সুযোগ৷ আর এই অবসরে নিজেকে প্রমাণ করতে কোনও কসুর করেননি নায়িকা৷ ভিন ডিজেলের পাশে যেদিন তিনি হাসি হাসি মুখে প্রথম ছবি পোস্ট করেছিলেন সেদিন থেকেই তাঁকে নিয়ে বলিপাড়ার আলোচনা তুঙ্গে৷ সে ছবিতে ডিজেলের মুখ না দেখা গেলেও ব্যক্তিটি যে কে, তা বুঝতে অসুবিধা হয়নি কারওরই৷ সে নিয়ে মজাও করেছিলেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চনরা৷ এরপরই আসে দীপিকার শারীরিক কসরতের ছবি ও ভিডিও৷ ‘ট্রিপল-এক্স’ সিরিজের উপযোগী হয়ে উঠতে লাস্যময়ী নায়িকা থেকে নিজেকে বদলে ছিলেন ‘স্মোকিং হট সেক্সি’ অবতারে৷ চুটিয়ে শুটিং করেছিলেন৷ এমনকী হলি-তারাদের ভারতীয় কায়দায় নাচও শিখিয়েছিলেন৷

Advertisement

CkP933dUYAAu6S0

শুটিং পর্ব শেষ৷ শেষবেলায় দীপিকা দেখিয়ে দিলেন ভিন ডিজেলের সঙ্গে তাঁর জুটিটা কেমন৷ ‘ট্রিপল-এক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবিতে তাঁর জার্নির শুরুতে উল্টোদিকেই মুখ ঘুরিয়ে ছিলেন ভিন ডিজেল৷ শেষটা হল যখন তাঁরা মুখোমুখি তাকিয়ে আছেন ক্যামেরার দিকে৷ আর এ দেশের দর্শক মুখিয়ে থাকল নয়া অবতারের দীপিকার পারফরম্যান্স দেখার জন্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement