সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের পর এখন তিনি হলিউডকেও মাতিয়ে তুলেছেন নিজের মাধুর্যে৷ প্রথম হলিউড ছবিতে অভিনয় করছেন হলিউডের বিখ্যাত অভিনেতা ভিন ডিসেলের বিপরীতে৷ জানা গিয়েছে, প্রথম হলিউড ছবি ‘xxx’-এ দীপিকাকে দেখা যাবে একজন শিকারীর ভূমিকায়৷
তো কেমন শিকারীর রূপে দেখা যাবে ডিপস কে?
ছবির শ্যুটিং-এর কয়েকটি স্টিল ছবি ইতিমধ্যেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে গিয়েছে৷ স্কিনটাইট পোশাকে দীপিকাকে বাস্তবিকই দুর্ধর্ষ শিকারী মনে হচ্ছে৷
আরও জানা গিয়েছে, ছবিতে দীপিকার চরিত্রের নাম সেরেনা আঙ্গার৷ ছবিতে দীপিকাকে বাইকের উপরেও দেখা গিয়েছে৷ বাইকে বসে ‘মস্তানি’-কে পোজ দিতে দেখলে এমন আশা তো করাই যায় ছবিতে তাঁকে বাইক চালাতেও দেখা যাবে!
আগামী বছর ২০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে দীপিকার প্রথম হলিউড ছবি ‘xxx’৷ ততদিন ছবির ঝলকেই দীপিকা নিজের ভক্তদের আনন্দ দিচ্ছেন!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.