Advertisement
Advertisement

Breaking News

পরনে ‘অশালীন’ পোশাক, ফের সমালোচনায় বিদ্ধ দীপিকা

ক্লিক করে দেখুন তো, ছবিটি কি সত্যি ‘অশালীন’?

Deepika Padukone trolled for this 'Vulgar' Outfit
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 9, 2017 1:32 pm
  • Updated:June 9, 2017 4:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও অডিশন ছাড়াই প্রথম বলিউড ছবিতে সুযোগ পেয়েছিলেন। বিফলে যায়নি সে সুযোগ। সময়ের সঙ্গে তালমিলিয়ে নিজেকে অপরিহার্য করে তুলেছেন তিনি। বলিউডে পয়লা নম্বরের প্রসঙ্গ উঠলেই সবার প্রথমে তাঁর কথাই মনে পড়ে দর্শকদের। তবুও নেটিজেনদের সমালোচনার হাত থেকে রেহাই পেলেন না বলিউডের মস্তানি দীপিকা পাড়ুকোন। ‘অশালীন’ পোশাক পরার দায়ে সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী।

[বন্দুক, রক্ত আর নারীর আসক্তি নিয়ে হাজির ‘বাবুমশাই’ নওয়াজ]

Advertisement

কেরিয়ারের বোধহয় সব থেকে ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দীপিকা। হাতে রয়েছে সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মাবতী’র মতো সিনেমা। এরই মধ্যে হেঁটে এসেছেন ‘কান’-এর রেড কার্পেট থেকে। বলিউডের মস্তানির দ্যুতিতে মুগ্ধ হয়েছেন বিদেশের দর্শকরাও। সবই ঠিক চলছিল। মাঝে বিপত্তি বাধাল ইনস্টাগ্রামে পোস্ট করা এই ছবিটি যা দীপিকা শুট করেছিলেন ম্যাক্সিম ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য।

 

স্বল্প পোশাকেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন বলিউড বিউটি। সাদা এই পোশাকটির সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছে তাঁর রেডহট লিপস্টিকটিও। কিন্তু নেটদুনিয়ার কিছু সংখ্যক বাসিন্দাদের মোটেও পছন্দ হয়নি দীপিকার এই সিজলিং অবতার। নায়িকাকে ভারতীয় সংস্কৃতির কথা মনে করিয়ে দিতে কসুর করেননি কেউ। সমালোচকদের নিন্দার কড়া জবাব দিয়েছেন দীপিকার অনুরাগীরাও। তথাকথিত সংস্কৃতির ধারক ও বাহকদের মহিলাদের সম্মান করার কথাও মনে করিয়ে দিয়েছেন অনেকে।

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই রমজান চলাকালীন অশালীন পোশাক পরার দায়ে অভিযুক্ত হয়েছিলেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখ। সানি লিওনকেও এমন বিতর্কের মুখে পড়তে হয়েছিল। করবেট জাতীয় উদ্যানে স্বল্প বসন পরে সমালোচনার পাত্রী হয়েছিলেন সানি। এবার নেটিজেনদের রোষের মুখে পড়লেন দীপিকা। অবশ্য এই আলোচনা-সমালোচনা নিয়ে বিশেষ মাথা ঘামাননি নায়িকা। ‘কান’ থেকে ফিরে আসার পর এখন তাঁর একটাই লক্ষ্য, পরিচালক সঞ্জয়লীলা বনশালির নির্দেশমতো রানি ‘পদ্মাবতী’কে পর্দায় ফুটিয়ে তোলা। ছবির শুটিংয়ে বাধা প্রচুর এসেছে। কিন্তু অতীতের স্মৃতি ভুলে ফের শুটিংয়ে মন দিয়েছে গোটা ‘পদ্মাবতী’ টিমই। দীপিকাও চান নিজের অনুরাগীদের জন্য সেরা পারফরম্যান্স দিতে।

[জানেন, কেন সলমনের ‘টিউবলাইট’ থেকে সরতে হল অক্ষয়কে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement