Advertisement
Advertisement

Breaking News

প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে অস্বীকার দীপিকার!

এবার বোধহয় এই বন্ধুত্বেই ফাটল ধরেছে৷

Deepika Padukone refuses to share stage with Priyanka Chopra?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2016 6:37 pm
  • Updated:June 25, 2016 6:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে অভিনেত্রীদের ‘ক্যাট-ফাইট’ নতুন ঘটনা নয়৷ পার্টিতে একে অপরের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, একসঙ্গে অভিনয় করতে না চাওয়া, ঝগড়া করা এসব বলিউডে নতুন নয়৷ কিন্তু এবার এই অভিনেত্রীদের তালিকায় যোগ হল আরও দুই অভিনেত্রীর নাম৷
তাঁরা হলেন বলিউডের ‘মস্তানি’ এবং ‘কাশীবাঈ’৷
শুনেই অবাক হচ্ছেন? হওয়াই স্বাভাবিক৷ পরিচালক সঞ্জয় লীলা বনশালির ছবি ‘বাজিরাও-মস্তানি’-র শুটিংয়ের সময় এই দুই অভিনেত্রীর বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো৷ তাঁদের অনস্ক্রিন রসায়নের পাশাপাশি তাঁদের অফস্ক্রিন বন্ধুত্বও নজরে পড়েছিল বলিপাড়ার সকলেরই৷
কিন্তু এবার বোধহয় এই বন্ধুত্বেই ফাটল ধরেছে৷
সম্প্রতি স্পেনে একটি অ্যাওয়ার্ড ফাংশনে দীপিকা এবং প্রিয়াঙ্কাকে এক মঞ্চে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়৷ কিন্তু শোনা গিয়েছে, দীপিকা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি প্রিয়াঙ্কার সঙ্গে স্টেজ শেয়ার করবেন না৷ কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন৷
কিন্তু নিন্দুকরা বলছেন অন্য কথা৷ তাঁদের দাবি দুই নায়িকার বন্ধুত্ব ভেঙে গিয়েছে৷ তাই নাকি তাঁরা একে অপরকে এড়িয়ে যাচ্ছেন! বলিঅন্দরের খবর, ‘বাজিরাও মস্তানি’ ছবির শুটিং চলাকালীন একটি গানের শুটিংয়ের সেটে খিটিমিটি লাগে দুই নায়িকার৷ অবশ্য তুমুল পেশাদারিত্ব দেখিয়ে ছবির প্রমোশনে তার ছাপ পড়তে দেননি দুজনেই৷ কিন্তু বাস্তবে বন্ধুত্বের সমীকরণটা হেরফের হয়ে গিয়েছিল তখনই৷ আর তারই প্রভাব পড়ছে বর্তমানে| বলিপাড়ার তুখোড় এই দুই অভিনেত্রীকে এক ফ্রেমে বা এক মঞ্চে পাওয়া দর্শকদের জন্য নিঃসন্দেহে প্রাপ্তি৷ কিন্তু সঞ্জয়ের ছবির পর সে দৃশ্যের পুনরাবৃত্তির উপরই প্রশ্ন চিহ্ন এঁকে দিল এদিনের ঘটনা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement