Advertisement
Advertisement

Breaking News

ইরানি পরিচালক মজিদির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন দীপিকা

মজিদির ছবিতে দেখা যাবে দীপিকাকে, এটাই সিনেমাপ্রেমীদের কাছে এক বড় খবর৷

Deepika Padukone Incredibly Transforms Herself For Her New Movie, directed by Majid Majidi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 10, 2016 8:08 pm
  • Updated:November 10, 2016 8:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের অভিনেত্রীদের প্রথম তালিকায় রয়েছেন তিনি৷ বলিউড মাতিয়ে তিনি হলিউডেও তিনি কাজ করছেন সফল ভাবে৷ তাঁর প্রথম হলিউড ছবি ‘XXX’ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার কোনও শেষ নেই৷ কিন্তু এরই মধ্যে আবারও কামাল করলেন দীপিকা৷ প্রমাণ করে দিলেন তিনি প্রকৃতই মস্তানি৷ কেবল হলিউড মেনস্ট্রিমে কাজ করার বাইরেও তিনি এবার ইরানি আর্টফিল্মে কাজ করছেন বলে জানা গিয়েছে৷

2_deepika_idiva1

Advertisement

সম্প্রতি মুম্বইয়ের ধোবি ঘাটে দীপিকাকে দেখা গিয়েছে গ্রাম্য ভারতীয় মেয়ের পোশাকে৷ তথাকথিত বলিউডি চাকচিক্যর বাইরে গিয়ে দীপিকার এমন রূপ সচরাচর দেখা যায় না৷ অন্যদিকে ইরাকের বিখ্যাত পরিচালক মজিদ মজিদির ছবিতে দীপিকার কাজ করাকে কেন্দ্র করেও সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনাও দেখা গিয়েছে বিস্তর৷ ভাল বিদেশি ছবি বলতে সিনেপ্রেমী ভারতীয়দের মাথায় যে নামগুলো সবার আগে আসে তার মধ্যে উল্লেখযোগ্য মজিদ মজিদির তৈরি বিখ্যাত কিছু ছবি৷ এবার সেই জগৎবিখ্যাত পরিচালকের সঙ্গেই কাজ করছেন ডিপস৷

1_deepika_idiva

ছবির কাস্টিং ডিরেক্টর হানি ত্রেহান আগেই জানিয়ে দিয়েছিলেন পরিচালক মজিদ মজিদির আগামী ছবি ভারতবর্ষের প্রেক্ষাপটে তৈরি হবে৷ মুম্বই, কাশ্মীর, দিল্লি, উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে এই ছবির শুটিং হবে বলে জানিয়েছিলেন তিনি৷

জানা গিয়েছে, আগামী বছরের শেষে মুক্তি পাবে ছবিটি৷ মজিদির ছবিতে দেখা যাবে দীপিকাকে, এটাই সিনেমাপ্রেমীদের কাছে এক বড় খবর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement