Advertisement
Advertisement

Breaking News

করণের সঙ্গে কফির আড্ডায় প্রথম পর্বে আসছেন কোন অভিনেত্রী?

মনের গোপন কথা জানাবেন বলি সেলেবরা!

Deepika Padukone & Alia Bhat to be the first guest of 'Koffee with Karan 6'
Published by: Sayani Sen
  • Posted:September 28, 2018 8:48 pm
  • Updated:September 28, 2018 8:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কফি উইথ করণ’-এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই৷ প্রতি বছর দর্শকরা অপেক্ষা করে থাকেন এই শো-টি দেখার জন্য৷ ২১ অক্টোবরই শুরু হতে চলেছে ‘কফি উইথ করণ ৬’৷ কিন্তু জানেন কি, কফি কাপ হাতে প্রথম পর্বে কারা আড্ডা দেবেন করণের সঙ্গে? শোনা যাচ্ছে, দুই বলি অভিনেত্রীকে দিয়েই শুরু হবে ‘কফি উইথ করণ ৬’৷ 

[দ্বিগুণ স্টাইল, অারও মজা নিয়ে ফিরল ‘লিটল সিংহম’]

দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট এই দু’জন এখনও হাজার সিনেপ্রেমীদের ক্রাশ৷ নিজেদের অসামান্য অভিনয়ের দক্ষতায় নিজেদের দর্শকদের কাছে প্রমাণ করে দিয়েছেন দু’জনে৷ একের পর এক হিট সিনেমা উপহারও দিয়েছেন তাঁরা৷ অনেকেই বলেন রূপোলি জগতে দুজন অভিনেত্রী নাকি কখনওই একে অপরের ভাল বান্ধবী হয়ে উঠতে পারেন না৷ দীপিকা ও আলিয়ার সম্পর্ক ভাল বলেই শোনা যায়৷ কিন্তু তা সত্ত্বেও দুজনের মধ্যে আদতে এমন গভীর বন্ধুত্ব রয়েছে কি না, তা জানতে আগ্রহী অনেকেই৷ সেই গূঢ় সত্যিই নাকি সামনে আসতে পারে ‘কফি উইথ করণ ৬’-এর প্রথম পর্বে৷ সব ঠিকঠাক থাকলে, আগামী সপ্তাহেই এই পর্বের শুটিং হবে৷

Advertisement

[জানেন, ‘রানি রাসমণি’-র পর এবার নতুন কোন চ্যালেঞ্জ নিলেন দিতিপ্রিয়া?]

শুধু দীপিকা-আলিয়ার সম্পর্কই নয়, কফি কাপ হাতে করণের সামনে বসে নাকি দুজনের ব্যক্তিগত জীবনেরও বহু না জানা কথা সামনে আসতে পারে৷ বলিপাড়ায় গুঞ্জন চলছে, আলিয়া ভাট নাকি বর্তমানে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন৷ যদিও মনের ঠিকানা বদল করেছেন দীপিকা৷ তবুও শোনা যায়, রণবীর কাপুরই নাকি একসময় তাঁর প্রেমিক ছিলেন৷ রণবীরকে নিয়ে দীপিকা ও আলিয়ার মধ্যে সত্যি কোনও টানাপোড়েন রয়েছে কি না, সেকথা ‘কফি উইথ করণ ৬’ -এর মাধ্যমে সামনে আসতেই পারে৷ তাই ২১ অক্টোবর রাত ৯টায় অবশ্যই চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement