Advertisement
Advertisement

Breaking News

জুটি বেঁধে এক ফ্রেমে আসছেন রণবীরের দুই প্রাক্তন প্রেমিকা

আর তাঁদের সঙ্গে রোমান্স করবেন কে জানেন?

Deepika and Katrina, Ranbir's ex-girlfriends to do a film together
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 28, 2017 10:36 am
  • Updated:February 28, 2017 10:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্ক ভাঙে-গড়ে৷ বদলে বদলে যায় সমীকরণ৷ কিন্তু তা যে এরকমভাবে ঘুরে আসবে কে জানত! এক সময় রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোনের সম্পর্ক নিয়ে সরগরম ছিল বলিপাড়া৷ পরে সে আলোচনার অভিমুখ ঘুরে যায় রণবীর-ক্যাটরিনার দিকে৷ এবার নয়া সমীকরণে আলোচনা চলছে দীপিকা ও ক্যাটরিনাকে নিয়ে৷ কেন না জুটি বেঁধে এক সিনেমায় ফিরছেন রণবীরের দুই প্রাক্তন প্রেমিকা৷

মুসলিম নন মাহেরশালা, অভিনন্দন জানিয়েও পিছু হটল পাকিস্তান

সম্পর্কের রসায়ন ছাড়িয়ে বলিপাড়া যে অনেক বেশি প্রফেশনাল হয়ে উঠেছে তা দেখিয়েছিলেন রণবীর-দীপিকাই৷ একদা অমিতাভ-রেখা যে দূরত্ব বজায় রেখে গিয়েছিলেন, তা অনায়াসে ভেঙে দিয়েছেন এঁরা৷ বিচ্ছেদের পরও তাঁরা এক ছবিতে কাজ করেছেন চুটিয়ে৷ ইতিমধ্যে দুজনের জীবনেই এসেছে ব্যাপক রদবদল৷ দীপিকার পর ক্যাটরিনার সঙ্গেও সম্পর্ক চুকিয়ে রণবীর এখন সিঙ্গল৷ অন্যদিকে দীপিকা খুঁজে নিয়েছেন রণবীর সিংকে৷ কিন্তু নয়া সমীকরণে এবার খুব কাছাকাছি দীপিকা-ক্যাটরিনা৷ রণবীরের এই দুই প্রাক্তন প্রেমিকাকে এক ছবিতে কাজ করাবেন পরিচালক আনন্দ এল রাই৷ আর তাঁদের সঙ্গে রোমান্স করবেন কে জানেন? বলিপাড়ার ‘রোমান্স কিং’ শাহরুখ খান৷

Advertisement

অস্কারের রেড কার্পেটে নজর কাড়লেন পিগি চপস

প্রথম সারির দুই অভিনেত্রীর এক ছবিতে কাজ করা নতুন কিছু নয়৷ অতীতেও এর দৃষ্টান্ত আছে৷ সাম্প্রতিক অতীতে ক্যাটরিনা-অনুষ্কাও একসঙ্গে কাজ করেছেন৷ তবে এরকম যোগ আগে কখনও হয়নি৷ দুই অভিনেত্রী, দু’জনেরই প্রাক্তন প্রেমিক একজন-এরকম জমজমাট রসায়ন আগে কখনও দেখা যায়নি৷ ছবিতে কি কৌশলে রণবীরের ক্যামিও ঢোকাবেন পরিচালক? এখনও অবশ্য সেসব বলার সময় আসেনি৷ পরিচালকের তরফে কিছু খোলসাও করা হয়নি৷ তবে হলে মন্দ হয় না৷ কেন না এরকম একটা ফ্রেম সিনেপ্রেমীরা আর কবে দেখতে পাবেন কে জানে!

অস্কারের জৌলুস ছাপিয়ে বাংলা মাতল ফিল্মফেয়ারের ছন্দে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement