Advertisement
Advertisement

Breaking News

Pahalgam Terror Attack

বেড়াতে গিয়ে ‘রক্তাক্ত’ উপত্যকায় আটকে দেবদূতের ভাই! কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন অভিনেতার

কী বলছেন অভিনেতা?

Debdut Ghosh opens up over Pahalgam Terror Attack
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 24, 2025 9:52 am
  • Updated:April 24, 2025 9:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার জের। ভূস্বর্গে আটকে পড়েছেন অভিনেতা দেবদূত ঘোষের ভাই। স্বাভাবিকভাবেই আতঙ্ক গ্রাস করেছে তাঁদের। যে কোনও মূল্যে বাড়ি ফিরতে চাইছেন। কিন্তু পহেলগাঁও কাণ্ডের পরই চড়চড়িয়ে বেড়েছে বিমানের ভাড়া। ফলে প্রবল সমস্যায় অভিনেতার ভাই-সহ বহু পর্যটকই। এই পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন দেবদূত ঘোষ। তাঁর জিজ্ঞাসা, “পর্যটকদের ফেরাতে কী পদক্ষেপ করছে কেন্দ্র?”

ভ্রমণপিপাসু বাঙালির স্বপ্নের ডেস্টিনেশন কাশ্মীর। সকলেরই আশা থাকে জীবনে একবার অন্তত ভূস্বর্গকে চাক্ষুষ করার। ফলে প্রতিবছরই বহু পর্যটক ভিড় জমান সেখানে। এবছরও অন্যথা হয়নি। তারই মাঝে আচমকা জঙ্গি হানা। চোখের নিমেষে মৃত্যু হয়েছে ২৬ জনের। স্বাভাবিকভাবেই কাশ্মীরে থাকা পর্যটকরা ভীত। যাদের আরও কয়েকটা দিন পর বাড়ি ফেরার কথা ছিল, তাঁরাও চাইচেন যতদ্রুত সম্ভব ঘরে ফিরতে। এদিকে ক্রমশ টিকিটের দাম বাড়ছে। একই পরিস্থিতিতে অভিনেতা তথা বাম নেতা দেবদূত ঘোষের ভাই। প্রতি মুহূর্ত প্রাণভয় নিয়ে কাটাচ্ছেন বলেই জানালেন অভিনেতা।

Advertisement

দেবদূত বলেন, “ওখানে ওঁরা সবাই খুব আতঙ্কে রয়েছেন। অনেকে একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন। একসঙ্গে ফেরার টিকিট পাচ্ছেন না। তাই ভাগ ভাগ করে ফেরার চেষ্টা করছেন।” অভিনেতার কথায়, “কাশ্মীর থেকে সরাসরি কলকাতা ফেরার টিকিটের দাম প্রায় ৩৩ হাজার টাকা হয়ে গিয়েছে। দিল্লি হয়ে ফেরার টিকিটও উর্ধ্বমুখী।” এরপরই তিনি বলেন, “পরিবহণ মন্ত্রকের তো কিছু করা উচিত। কী করছে তারা?” পাশাপাশি নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে তাঁর প্রশ্ন, “কাশ্মীরে নির্দিষ্ট দূরত্ব অন্তর সশস্ত্র সেনা মোতায়েন থাকে। তা হলে কীভাবে ২৬ জনের প্রাণ কারল জঙ্গিরা?”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement