সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসের আখড়ায় মাস্টার স্ট্রোক দিতে নেমে পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান৷ সামনে এল পরিচালক নীতেশ তিওয়ারির ‘দঙ্গল’-এর ট্রেলার৷
সত্যি ঘটনা বলিউডে উঠে আসা কোনও নতুন ঘটনা নয়৷ তবে, ‘অসহিষ্ণুতা’ বিতর্কে আমিরের বিতর্কিত মন্তব্যের জেরে বহু আগে থেকেই আলাদা মাত্রা পেয়েছে ‘দঙ্গল’৷ তাই ট্রেলার মুক্তির দিনই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ট্রেন্ডিং হয়েছে #LetsBoycottDangal৷
তবে প্রথম ঝলকে আমির ও তাঁর ‘দঙ্গল’কে উপেক্ষা করা কঠিন৷ যেখানে মহাবীর সিং ফোগাট ও গীতা-ববিতা ফোগাটের চরিত্রে আমিরের পাশাপাশি নজর কেড়েছেন ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রারা৷ রয়েছেন সাক্ষী তনওয়ারও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.