Advertisement
Advertisement

Breaking News

‘দিলবর’ গানে শরীরী হিল্লোল, নোরাকে চ্যালেঞ্জ ছুঁড়লেন এই যুবক

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'বেলি ডান্সিং'৷

Dance moves on Dilbar
Published by: Tanujit Das
  • Posted:November 9, 2018 5:31 pm
  • Updated:November 10, 2018 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোরা ফতেহি৷ এই নামটা শুনলেই ছেলেদের বুকটা কেমন হু হু করে ওঠে৷ ‘দিলবর’ গানের তালে তাঁর কোমরের হিল্লোল পাগল করেছে যুবকদের৷ এবার এহেন নোরাকেই পড়তে হল কঠিন চ্যালেঞ্জের মুখে৷ না, অন্য কোনও বলি অভিনেত্রী নন বা তাঁর কোনও কোনও মহিলা অনুরাগী তাঁকে এই কড়া চ্যালেঞ্জের মুখে ফেললেন না৷ ‘আইটেম গার্ল’ নোরার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন একজন যুবক৷ ‘দিলবর’ গানের তালে তাঁর কোমরের তালেই এখন মাতোয়ারা সোশ্যাল মিডিয়া৷ রীতিমতো নোরা ফতেহিকে কড়া টক্করের মুখে ফেলেছেন তিনি৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#dilbar was always a #feeling 😉🎵💋 #groovy #coreworkout #lastnight 😉😄👊 Don’t miss my friend Sreejaya’s absolute focus in shooting this video!!!😅❤️ I missed you @farahkhankunder 💋#lovereloaded #dilbardilbar “Tell me you guys saw the wink”😄💋❤️ #naughtyme love you guys!!! #keepgrooving 🎵💃🏻

Advertisement

A post shared by Sushmita Sen (@sushmitasen47) on

‘দিলবর’ গানটি লিখেছিলেন গীতিকার সমীর। সুর দিয়েছিলেন নাদিম-শ্রবণ। জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেব জয়তে’ সিনেমার জন্য সেই গানকেই নতুন করে লেখেন সাব্বির আহমেদ। এই গানেই কোমর দোলাতে দেখা গিয়েছে নোরা ফতেহিকে৷ তাঁর বেলি ডান্স ঝড় তোলে ভক্তকুলে। তাঁর শরীরী বিভঙ্গে মুগ্ধ হয়ে যান বিশ্ব-সুন্দরি সুস্মিতা সেন পর্যন্ত। প্রশংসা করে বলেন, অত্যন্ত ভাল নেচেছেন নোরা। তাঁর সবচেয়ে ভাল লেগেছে গানের প্রথম দু’টো লাইন। যা খুব সুন্দরভাবে গাওয়া হয়েছে। বেশ ভাল রিমিক্স হয়েছে। ‘দিলবর’ গানের তালে তালে তাঁর দৈহিক হিল্লোলে সোশ্যাল মিডিয়া মাতিয়ে দেন বাঙালি বিশ্বসুন্দরী৷ এই গানের মাদকতা এখনও আচ্ছন্ন করে রেখেছে সকলকে৷

এবার নোরাকেই পড়তে হল কঠিন চ্যালেঞ্জের মুখে৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও৷ যেখানে এক যুবককে ‘দিলবর’ গানের তালে কোমর দোলাতে দেখা যাচ্ছে৷ অনেকের অনুমান কোনও বিয়ের অনুষ্ঠানে হয়ত নাচছেন ওই যুবক৷ এখনও তাঁর পরিচয় বৃত্তান্ত কিছুই জানা যায়নি৷ তবে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রশংসায় ঝড় উঠেছে৷ অনেকে বলছেন, এই যুবকের নাচের পাশে অনেকটাই ফিকে নোরা৷ তাঁর দোদুল্যমান কোমর থেকে শুরু করে প্রতিটি ডান্স মুভ নাকি অনেক পিছনে ফেলে দিয়েছে নোরাকে৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement