Advertisement
Advertisement

আত্মঘাতী ‘ক্রাইম পেট্রল’ টিভি সিরিজের জনপ্রিয় অভিনেতা

পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা, অনুমান পুলিশের৷

Crime Petrol actor reportedly committed suicide
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 14, 2016 2:58 pm
  • Updated:December 14, 2016 2:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্যালিকার বাড়িতে গিয়ে আত্মহত্যা করলেন হিন্দি টেলিভিশনের অভিনেতা৷ মদ্যপ অবস্থায় নিজের বুকে গুলি চালান ক্রাইম পেট্রল-এর জনপ্রিয় অভিনেতা কমলেশ পাণ্ডে৷ মধ্যপ্রদেশের জবলপুরে ঘটেছে এই ঘটনা৷ পারিবারিক অশান্তির জেরেই ঘটনাটি ঘটেছে বলে অনুমান পুলিশের৷

জনপ্রিয় হিন্দি টিভি সিরিজ ‘ক্রাইম পেট্রল’-এ অভিনয়ের সুবাদে পরিচিতি পান কমলেশ৷ টিভির পর্দায় বেশ কয়েকবার তাঁকে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জবলপুরে শ্যালিকা অঞ্জনি চতুর্বেদীর বাড়িতে গিয়েছিলেন অভিনেতা৷ তাঁকে না জানিয়ে শ্যালিকার মেয়ের বিয়ে ঠিক হওয়ায় নাকি অখুশি ছিলেন তিনি৷ মদ্যপ অবস্থায় এ নিয়ে বিস্তর চেঁচামেচিও করেন কমলেশ৷ তারপর হঠাৎই নিজের পকেট থেকে রিভলভার বার করে ফেলেন৷ প্রথমে শূন্যে একবার গুলি ছোড়েন৷ তারপরই বুকে বন্দুক ঠেকিয়ে ফের গুলি চালিয়ে দেন অভিনেতা৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷

Advertisement

শ্বশুরবাড়ির পরিবার থেকেই পুলিশে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে কমলেশের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়৷ প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা হিসেবেই তদন্ত শুরু করেছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement