Advertisement
Advertisement

Breaking News

আইনি গেরোয় সুশান্ত-কৃতির ‘রাবতা’

অভিযোগ, তামিল ছবি 'মগধীরা' থেকে ছবির চিত্রনাট্য নকল করা হয়েছে।

Court clamps Stay order on Sushant Singh Rajput-Kriti Sanon's 'Raabta' following complainst of 'Magadheera' makers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 25, 2017 4:09 pm
  • Updated:May 25, 2017 4:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুন মাসের ৯ তারিখ মুক্তি পাওয়ার কথা সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যানন অভিনীত ছবি ‘রাবতা’-র। কিন্তু তার আগেই বিপাকে সিনেমাটি। রামচরণ তেজা অভিনীত বিখ্যাত তেলেগু সিনেমা ‘মগধীরা’ থেকে এই সিনেমাটির চিত্রনাট্য চুরি করা হয়েছে। এই অভিযোগে ‘রাবতা’-র মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে আদালতে মামলা করেছিল ‘মগধীরা’-র নির্মাতারা। এমনকী হায়দরাবাদের আদালত স্থগিতাদেশ দিয়েও দিয়েছে বলে খবর। প্রসঙ্গত, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির পরিচালক ছিলেন ‘বাহুবলী’-র পরিচালক এসএস রাজামৌলি।

[বাংলাদেশে জুড়ে অভিযান, গ্রেপ্তার ৪ জেএমবি জঙ্গি]

যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ‘রাবতা’-র অভিনেত্রী কৃতি থেকে শুরু করে পরিচালক দীনেশ ভিজান। কৃতি জানান, ‘আমি মগধীরা দেখেছি। আমার খুবই ভাল লেগেছিল সিনেমাটি। কিন্তু এই দু’টি সিনেমার মধ্যে পূর্বজন্মের ব্যাপারটি বাদ দিলে আর কোনও কিছুই এক নয়। সময়ের প্রেক্ষাপট থেকে শুরু করে অন্যান্য যেকোন ক্ষেত্রে দু’টি সিনেমাই পৃথক।’ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘পূর্বজন্মের গল্পটিও একদমই আলাদা। সিনেমার ওই অংশটি আমরা একটি জঙ্গলে তাঁবু খাটিয়ে শ্যুট করেছি। ‘মগধীরা’-র সঙ্গে এর কোনও সম্পর্কই নেই।’

Advertisement

[বাতিল সামগ্রী দিয়ে তৈরি উপহার মোদিকে পাঠালেন মহিলা অনুগামী]

পরিচালক দীনেশ ভিজানের গলাতেও একই সুর। নিজের পরিচালিত প্রথম ছবি ও ‘মগধীরা’ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘পূর্বজন্ম ও ত্রিকোন প্রেম ছাড়া দু’টো সিনেমার গল্প কখনই এক নয়। ‘মগধীরা’ সেরা তামিল ছবিগুলির মধ্যে একটি। কিন্তু রাবতার কোনও অংশই ওই সিনেমাটি থেকে অনুপ্রাণিত নয়।’ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘এই সিনেমায় আমি একটি সম্পর্কের জটিলতা খোঁজার চেষ্টা করেছি, বিশেষ করে যখন কিছু কিছু সম্পর্কের শিকড় অনেক গভীর পর্যন্ত বিস্তৃত থাকে।’

[অতীতে ন্যাপকিনের বদলে মহিলারা ঋতুস্রাবের সময় কী ব্যবহার করতেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement