Advertisement
Advertisement

Breaking News

জুরি ঘনিষ্ঠতার জন্যই কি জাতীয় পুরস্কার অক্ষয়কে? ছড়িয়েছে বিতর্ক

আমিরকে নয় কেন, সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় জোর তরজা!

Controversy sparks over Akshay Kumar getting National Award For 'Rustom'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 9, 2017 4:40 am
  • Updated:October 27, 2020 8:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের প্রথম জাতীয় পুরস্কার৷ আর তাতেই ছড়াল বিতর্ক৷ ‘রুস্তম’ ছবির জন্য বলিউড-তারকা অক্ষয় কুমারের জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে৷ অভিযোগ উঠেছে, পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই অক্ষয়কে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, বর্তমানে প্রিয়দর্শন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের ফিচার ফিল্ম বিভাগের চেয়ারপার্সন৷ আবার তিনি এ বছরের জাতীয় পুরস্কার নির্বাচনের জুরি-প্রধানও ছিলেন৷ সে-কারণেই শুধুমাত্র বলিউড নয়, সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে তুমুল চর্চা হচ্ছে৷

[জীবনের প্রথম জাতীয় পুরস্কারে আপ্লুত অক্ষয়]

পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি সুপারহিট ছবি করেছেন অক্ষয় ‘খিলাড়ি’ কুমার৷ যার মধ্যে উল্লেখযোগ্য হল ‘হেরা ফেরি’, ‘গরম মশালা’, ‘ভুলভুলাইয়া’, ‘ভাগম ভাগ’, ‘দে দনা দন’, ‘খাট্টা মিঠা’৷ স্বাভাবিকভাবেই অক্ষয়কে সেরা অভিনেতা হিসাবে নির্বাচন করার সময় প্রিয়দর্শন সেই পুরনো বন্ধুত্বকেই মর্যাদা দিয়েছেন বলে অভিযোগ উঠছে৷ যদিও এই সব জল্পনা সমূলে খারিজ করে দিয়েছেন প্রিয়দর্শন৷ তিনি বলেছেন, “সব কিছুই শুনেছি৷ আমার উত্তর হল, যখন রমেশ সিপ্পি জুরি প্রধান ছিলেন, তখন অমিতাভ বচ্চনকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছিল৷ তখন তো কোনও কথা ওঠেনি৷ এখন কেন হচ্ছে?”

Advertisement

[সমুদ্র সৈকতে ফ্যানদের নজর কাড়লেন ‘ফিট’ এলিজাবেথ]

প্রসঙ্গত, শুধু রমেশ সিপ্পি-অমিতাভ বচ্চনই নয়, এক সময় এমন কথাও উঠেছিল যে পরিচালক প্রকাশ ঝায়ের সঙ্গে ঘনিষ্ঠতা থাকার জন্যই জাতীয় পুরস্কার জিতেছিলেন অভিনেতা অজয় দেবগন৷ অজয় যে প্রকাশের পছন্দের অভিনেতা, সে কথা কারও অজ্ঞাত নয়৷ ওয়াকিবহাল মহলের ধারণা, সমালোচনার মুখে পড়ায় এই প্রসঙ্গ তুলে পাল্টা জবাব দিলেন প্রিয়দর্শন৷ তবে পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন যে, নিজের যোগ্যতাতেই পুরস্কার জিতেছেন অক্ষয়৷ ‘এয়ারলিফট’ এবং ‘রুস্তম’–দু’টি ছবিতেই অক্ষয়ের অভিনয় পছন্দ ছিল জুরি বোর্ডের৷ কিন্তু নিয়ম অনুযায়ী, বেছে নেওয়ার নিয়ম শুধুমাত্র একটি৷ তাই বেছে নেওয়া হয় ‘রুস্তম’ ছবিকে৷ প্রিয়দশন আরও জানান, বহু আগেই আমির খান জানিয়ে দিয়েছেন যে, অ্যাওয়ার্ড ফাংশানে যেতে এবং পুরস্কার নিতে তিনি পছন্দ করেন না৷ সে কারণেই তাঁকে পুরস্কৃত করার ঝুঁকি জুরি নিতে চায়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement