সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গান গেয়ে ভক্তদের মনোরঞ্জনের জন্য মুজাফ্ফরপুর পৌঁছেছিলেন গায়ক কুমার শানু। কিন্তু সেখানে গিয়েই বিপাকে পড়তে হল বাঙালি কিংবদন্তি গায়ককে। অনুষ্ঠানের আয়োজক ও গায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হল।
নিয়ম অনুযায়ী, রাত দশটার পর বিয়েবাড়ি বা সাংস্কৃতিক কোনও অনুষ্ঠানে লাউডস্পিকার ব্যবহার করা যায় না। কিন্তু সেই নিয়মভঙ্গ করাতেই বিপাকে পড়তে হল গায়ককে। উত্তরপ্রদেশের মুজাফ্ফরপুরের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বলিউডের নামজাদা গায়ক কুমার শানু। একটি স্কুলের মাঠে আয়োজিত হয়েছিল অনুষ্ঠান। ‘আশিকি’ ছবির ‘ধীরে ধীরে’, ‘পরদেশ’ ছবির ‘মেরি মেহবুবা’, ‘দিলওয়ালে’র ‘কিতনা হাসিন চেহরা’-র মতো একের পর এক হিট গান গেয়ে অনুষ্ঠান জমিয়ে দিয়েছিলেন তিনি। দর্শকরাও মশগুল হয়ে গিয়েছিলেন তাঁর গানে। ফলে সময়ের দিকে খেয়ালই ছিল না আয়োজকদের। অভিযোগ, রাত দশটার পরও লাউডস্পিকার ব্যবহার করে চলতে থাকে অনুষ্ঠান। ফলে বিরক্ত হন আশেপাশের বাসিন্দারা। আর তাতেই ঘটে বিপত্তি।
A complaint has been registered against the organizers of an event in which singer Kumar Sanu performed in Muzaffarpur on Sept 2. Police official says, ‘they were using loud speakers after 10pm. We have registered the complaint & are investigation the matter.’ #Bihar (03.09.18) pic.twitter.com/yqsFfAHPN0
— ANI (@ANI) September 3, 2018
সংবাদ সংস্থা এএনআই-কে পুলিশ জানিয়েছে, রাত দশটার পর লাউডস্পিকার ব্যবহার করায় আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে অন্য একটি ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আয়োজকদের পাশাপাশি কুমার শানুর বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে।
সম্প্রতি নিজের মেয়ে শ্যাননের পরিচয় প্রকাশ করে শিরোনামে উঠে এসেছিলেন কুমার শানু। জানিয়েছিলেন, ২০০১ সালে শ্যাননকে দত্তক নিয়েছিলেন তিনি। যে খবর এতকাল গোপনই ছিল। তবে তাতে সম্পর্কে কোনও চিড় ধরেনি। সন্তানের সাফল্য নিয়ে গর্বিত বাবা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.