সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসের ২৪ তারিখ মুক্তি পাবে ‘৮৩’ ছবিটি। তার আগেই আইনি জটে ছবির অন্যতম প্রযোজক তথা বলিউড তারকা দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। UAE-র এক ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন বলে খবর। ওই ছবির সঙ্গে জড়িত আরও কয়েকজনের বিরুদ্ধেও নাকি দায়ের হয়েছে মামলা।
জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীর ওই ব্যবসায়ীর হয়ে আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করেছেন আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। তাঁর অভিযোগ, ভিব্রি মিডিয়ার তরফে ওই ব্যবসায়ীকে ‘৮৩’ ছবির লভ্যাংশ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। এই আশ্বাসেই দীপিকা পাড়ুকোন, সাজিদ নাদিয়াদওয়ালা ও কবীর খান প্রযোজিত ছবিটিতে ১৬ কোটি টাকা বিনিয়োগ করেন ওই ব্যবসায়ী।
অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, তাঁর দেওয়া ১৬ কোটি টাকা একাধিক খাতে ব্যায় করা হয়। তাঁর অংশ পান দীপিকা পাড়ুকোন, কবীর খানরাও। কিন্তু সেই অর্থের কোনও হিসেব দেওয়া হয়নি ব্যবসায়ীকে। এই অভিযোগেই দীপিকা-সহ ‘৮৩’ ছবির অন্যান্য প্রযোজকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত দীপিকা বা অন্য অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
২০১৯-এর ৭ অক্টোবর রণবীর সিং (Ranveer Singh), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত ‘৮৩’র শুটিং শেষ হয়। ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর। কপিলের স্ত্রী রোমি ভাটিয়ার ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। সুনীল গাভাস্করের চরিত্রে অভিনয়ে রয়েছেন তাহির রাজ ভাসিন। মহিন্দর অমরনাথের ভূমিকায় রয়েছেন সাকিব সালিম। সন্দীপ পাটিল হয়েছেন তাঁরই ছেলে চিরাগ পাটিল। অভিনেতা জিভাকে দেখা যাবে ওপেনিং ব্যাটসম্যান কৃষ্ণমাচারি শ্রীকান্তের ভূমিকায়। ‘সেক্রেড গেমস’ খ্যাত অভিনেতা যতীন সারনা অভিনয় করছেন যশপাল শর্মার চরিত্রে। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.