সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করবেন না প্রেমের দিনে? খোঁজ দিলেন শুভঙ্কর চক্রবর্তী।
হক সে সিঙ্গল
- ব্রেক আপ ফেজ চলছে। আপাতত আপনি সিঙ্গল। ভ্যালেন্টাইনস ডে-তে একাকিত্বের যন্ত্রণা উগরে দেওয়ার জায়গা সোশ্যাল মিডিয়া নয়। তাই, ‘তুমি নেই, ভাল নেই’ ক্যাপশনের সঙ্গে সুরাপানের ছবি আপলোড করবেন না।
- প্রেমে চোট খেয়ে লাভ কাপলের পোস্টের নীচে ভুলভাল কমেন্ট-রিঅ্যাক্ট করা থেকে নিজেকে বিরত রাখুন।
- ‘ন্যাকামি যত্ত সব, ভালবাসা কি একদিনের জন্য?’, ‘এ সব ঢপের জিনিস’, ‘আজ মেয়েদের পকেট কাটার দিন’, ‘ভালবাসা নয়, শুধু লোকদেখানি’ এ রকম পোস্ট শুধুমাত্র আপনার নির্বুদ্ধিতা প্রমাণ করে। আপনি খুশি নন বলে অন্য কেউ হতে পারবে না, এটা অযৌক্তিক।
- সিঙ্গল থাকাটা এনজয় করুন। প্রাক্তনকে দেখাতে ইন্টারনেট থেকে মহিলার ফোটো ডাউনলোড করে, ‘আই লাভ ইউ চম্পা’ মার্কা পোস্ট করবেন না। কিংবা ফোটোশপ করে ‘চম্পা’-র পাশে নিজের ছবি বসিয়ে লিখবেন না, ‘আমি ও আমার গার্লফ্রেন্ড’।
- প্রোফাইলে থাকা প্রত্যেকটি মেয়ের ইনবক্সে মেসেজ করবেন না, ‘উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন’। কারণ এখন স্ক্রিনশটের যুগ। ট্রোল হওয়ার সম্ভাবনা প্রবল।
[ সরস্বতী পুজোর ফ্যাশনে থাক হলুদের ছোঁয়া ]
হ্যাপিলি মিঙ্গল
- ঘুম থেকে উঠেই প্রিয়জনের ইনবক্সে গিফট, চকোলেট, ফুলের তোড়া কিংবা চুমুর জিফ পাঠাবেন না। কারণ ফেসবুকের মাধ্যমে সে সেই কেক খেতে পারবে না। ফুলের গন্ধও শুঁকতে পারবে না। তাই অযথা নিজের নির্বুদ্ধিতার প্রমাণ দেওয়া বন্ধ করুন।
- প্রিয়জনের সঙ্গে ভ্যালেন্টাইনস ডে কী ভাবে সেলিব্রেট করবেন, তা একেবারেই ব্যক্তিগত। সেটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসমক্ষে আনার কোনও মানে হয় না।
- হাতে ফিশ ফ্রাই নিয়ে প্রেমিকার সঙ্গে ছবি। অথচ ক্যাপশনে ‘ফিলিং লাভড উইথ ৬৯ আদার্স’! ছবিতে ট্যাগড আরও ৬৯ জন! তাদের মধ্যে কেউ হয়তো বাড়িতে শুক্তো খেয়ে ঘুমোচ্ছে। এ রকম চরম বোকামির কাজ করবেন না। অযথা প্রোফাইলে থাকা বন্ধুবান্ধবের ‘ফেসবুক লাইফ’ নষ্ট করার কোনও অধিকার আপনার নেই।
- প্রেমিক-প্রেমিকার সঙ্গে কোনও অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। কিছু মুহূর্ত একান্ত ব্যক্তিগত। সেটাকে সেভাবেই রাখুন।
- ঘণ্টায় ঘণ্টায় ‘চেক ইন’ আপডেট দেওয়া বন্ধ করুন। কোথায় যাচ্ছেন, কোথায় খাচ্ছেন কিংবা কোথায় দৌড়চ্ছেন, সেটা জানার আগ্রহ সবার থাকে না। প্রয়োজনে ইনবক্সে জানান।
- দ্বিতীয়ত, আপনার সিঙ্গল বন্ধুরা যদি একবার জানতে পারে আপনি কাছেপিঠে আছেন, উড়ে এসে জুড়ে বসার সম্ভাবনা থেকে যায়। আপনার ভ্যালেন্টাইনস ডে নিমেষে পাল্টে যেতে পারে ব্রেক আপডে-তে। তাই প্রেমের দিন একান্ত আপনার। নিজেদের মতো কাটান।
[ বাইশ গজের গল্প নিয়ে আসছে ‘২২ ইয়ার্ডস’ ]