Advertisement
Advertisement

Breaking News

পরমব্রত চট্টোপাধ্যায়

বড়পর্দায় আসছে সৌমিত্রর বায়োপিক, পরিচালনায় পরমব্রত

কী বলছেন বাঙালির চির-ভালবাসার অপু সৌমিত্র চট্টোপাধ্যায়?

Parambrata Chatterjee to make Soumitra Chatterjee's biopic
Published by: Sandipta Bhanja
  • Posted:November 28, 2019 7:03 pm
  • Updated:November 28, 2019 7:03 pm  

শশশশশ… শোনা যাচ্ছে সৌমিত্রর বায়োপিক পরিচালনা করতে চলেছেন পরমব্রত! লিখছেন ইন্দ্রনীল রায়।   

দু’জনেই চট্টোপাধ‌্যায়। দু’জনেরই বুদ্ধিজীবী হিসেবে বাঙালি সমাজে পৃথক অধিষ্ঠান। দু’জনেই বামপন্থী। আবার দু’জনেই ‘অপু’। এবার একজন চট্টোপাধ‌্যায় তৈরি করতে চলেছেন অন‌্য চট্টোপাধ‌্যায়ের বায়োপিক। হ‌্যাঁ, সৌমিত্র চট্টোপাধ‌্যায়ের বায়োপিক পরিচালনা করতে চলেছেন পরমব্রত।

Advertisement

[আরও পড়ুন: দেখভালের অভাব, বিক্রি হচ্ছে মৃণাল সেনের পদ্মপুকুর রোডের ফ্ল্যাট ]

শোনা যাচ্ছে, বায়োপিকে যুবক সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। আর প্রৌঢ় বয়সে নায়কের ভূমিকায় থাকবেন স্বয়ং সৌমিত্র। পরমব্রত এ নিয়ে অবশ্য কিছু বলতে রাজি নন। তিনি সৌমিত্রের নামও বলতে চাইছিলেন না। তবে শেষ পর্যন্ত এটুকু জানালেন, তাঁর নিউ জার্সি-বাসী ঘনিষ্ঠ ডাক্তার বন্ধু শুভেন্দু সেন প্রথম এই প্রকল্পের কথা ভাবেন। শুভেন্দুবাবু আবার লেখকও। সৌমিত্র অভিনীত ‘শ্রাবণের ধারা’ রিলিজ করবে আগামী ফেব্রুয়ারিতে। পরিচালক সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ। সেই গল্পেরই লেখক শুভেন্দুবাবু। কলকাতায় সৌমিত্র-ঘনিষ্ঠ আরও দু’এক ব‌্যক্তির মাধ‌্যমে তাঁর বায়োপিক প্রকল্প নিয়ে চিন্তাভাবনা আরও দানা বাঁধে। দু’তিনজন পরিচালকের নাম এঁদের মাথায় ছিল। তাঁদের মধ্যে পরমব্রতর কথা উঠলে সৌমিত্র রাজি হয়ে যান।

[আরও পড়ুন: কোটাকে কলঙ্কিত করছে ‘মর্দানি ২’, নাম তুলে নেওয়ার দাবিতে আইনি নোটিস নির্মাতাকে ]

বাঙালির চির-ভালবাসার অপু সৌমিত্র চট্টোপাধ্যায় ‘কফিহাউস’-কে বললেন, “পরম বুদ্ধিমান ছেলে। ফিল্ম জানে, বোঝে। আমার মনে হয় ও প্রজেক্টটার প্রতি জাস্টিস করবে। এর বেশি নিজের বায়োপিক নিয়ে কথা বলার সময় এখুনি আসেনি।” যা খবর, ছবির স্ক্রিন-প্লে নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত। সৌমিত্র চট্টোপাধ‌্যায়ের পর্দার জীবন ষাট বছরেরও বেশি। ম্যারাথন দৌড়ের এক অসামান‌্য চলচ্চিত্রের দর্পণ তাঁর জীবন। কীভাবে পরিচালক ন্যায়বিচার করবেন এমন ঘটনাবহুল জীবনের? পরম বলেই হয়তো আশা থাকল!

[আরও পড়ুন:টলি-বলি’র পর দক্ষিণী সফরে রাইমা, তামিল ছবি নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement