বিয়ের কার্ডে লেখা ‘নো গিফট প্লিজ’। অথচ খালি হাতে যেতে আপনার মন মানছে না। কী করবেন? ফ্লোরিস্ট সুরজিৎ নন্দী পরামর্শ দিলেন শ্যামশ্রী সাহাকে।
[ অদম্য সাংবাদিকের গল্প ফুটে উঠল ‘আ প্রাইভেট ওয়ার’-এর পর্দায় ]
অনেকেই চান তাঁর গিফট করা বোকে যেন বেশ কয়েকদিন রেখে দেওয়া যায়। সেক্ষেত্রে ড্রাই ফ্লাওয়ারের বোকে বেস্ট অপশন। ইউরোপ-ইউএসের ওয়েদারে ফ্রেশ ফ্লাওয়ার সবসময় পাওয়া যায় না। তাই যে কোনও অকেশনে ড্রাই ফ্লাওয়ার বোকেই গিফট হিসাবে দেওয়া হয়। কিন্তু এদেশে ড্রাই ফ্লাওয়ারের বোকে অতটাও পপুলার নয়। তবে আর কিছুদিনের মধ্যেই বিয়ের গিফটে জায়গা করে নেবে। কারণ এটি ইকো-ফ্রেন্ডলি। কোনও প্লাস্টিক ব্যবহার করা হয় না। এবং অর্গানিক। ড্রাই ফ্লাওয়ার বোকে দেখতেও খুব সুন্দর আর অনেকদিন বাড়িতে সাজিয়ে রাখা যায়।
[ ‘মানুষটার রুচির সঙ্গে কথাগুলো মেলাতে পারছি না’, অরিন্দম প্রসঙ্গে বিস্ফোরক জয়া ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.