সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাতেও ছুটছে ‘জওয়ান’-এর বিজয়রথ (Jawan Bengal Collection)। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের ছবি দেখতে দলে দলে হল ভরিয়ে দিয়েছেন বাঙালি অনুরাগীরা। কোচবিহার থেকে কলকাতা, উত্তর-দক্ষিণ, দুই বাংলাতেই মারাত্মক চাহিদার জন্য ভোররাত থেকে ‘জওয়ান’-এর শো রাখা হয়েছে পয়লা দিনে। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য সে কী উন্মাদনা, কোথাও ফুল-মালা কোথাও শাহরুখের পোস্টার ভক্তদের দুধাভিষেক। পয়লা দিনেই বাংলার বক্সঅফিসে হিন্দি সিনেমার এযাবৎকালের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।
বাংলায় ‘জওয়ান’-এর ডিস্ট্রিবিউটার ‘এসভিএফ’। শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই বলিউড বাদশার ছবি যা আয় করেছে, সেই অঙ্ক চমকে দেওয়ার মতো। সিনেবাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের টুইট অনুযায়ী প্রথম দিনেই বাংলা থেকে ৪৪ লক্ষ টাকা আয় করে ফেলেছে ‘জওয়ান’। যদিও তাঁর শেয়ার করা এসভিএফ সিনেমার তালিকায় কলকাতা, বর্ধমান, শিলিগুড়ি, বীরভূমের মতো জায়গাগুলির উল্লেখ নেই। সেই প্রেক্ষিতে হিসেব কষলে, পয়লা দিনেই বাংলায় ‘জওয়ান’-এর আয় প্রায় ৬০ লক্ষের গণ্ডী ছাড়িয়ে যাবে। কারণ, শিলিগুড়ি, কলকাতার বহু প্রেক্ষাগৃহে চড়া দামে ফার্স্ট ডে ফার্স্ট শোর অগ্রীম টিকিট বিক্রি হয়েছিল।
উত্তরবঙ্গেও ব্যবসা নেহাত খারাপ নয়। শুধুমাত্র কোচবিহার থেকেই ২,২১,০৫৯ লক্ষ টাকা, জলপাইগুড়িতে ২,২৭,২৬০ লক্ষ টাকা এবং রায়গঞ্জে সবথেকে বেশি ব্যবসা করেছে ‘জওয়ান’। সেই জেলা থেকে আয় হয়েছে ৩,৩৫,৪৩৩ লক্ষ টাকা। উল্লেখ্য, এর আগে বাংলায় সবথেকে বেশি আয় করা ছবির খেতাব ছিল KGF2-র কাছে। তবে সেই অঙ্ককেও ছাপিয়ে গিয়েছে ‘জওয়ান’। অসমেও দুরন্ত গতিতে ব্যবসা করছে বলিউড কিং।
প্রসঙ্গত, কিং খানের সিনেমা একদিনেই বাংলা থেকে যা আয় করেছে, এযাবৎকাল টলিউডের মাত্র ৩টে সিনেমাই সেই অঙ্ক ছুঁতে পেরেছে অল্প দিনে। তার মধ্যে ২টো দেবের ছবি। অন্যটি জিতের। বলিউড কিংবা দক্ষিণী সিনেমার সমুদ্রপ্রমাণ বাজেটের সঙ্গে অবশ্যই বাংলা ছবির তুলনা টানা কাম্য নয়, তবে আঞ্চলিক ভাষার ছবিগুলির ক্যাশবাক্স যেভাবে উপচে পড়ছে, তাতে টলিউড সিনেমার আয় কিন্তু বেশ উদ্বেগের!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.