Advertisement
Advertisement
Ziaul Faruq Apurba

এপার বাংলার ছবিতে বাংলাদেশের অপূর্ব, প্রতিমের ‘চালচিত্র’র হাত ধরেই অভিষেক

অভিনয়ের পাশাপাশি অপূর্বর গানেরও অগণিত শ্রোতা দুই বাংলায়।

Ziaul Faruq Apurba first time on Tollywod movie Chalchitra by Pratim D. Gupta | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 27, 2023 12:19 pm
  • Updated:September 27, 2023 12:19 pm  

শম্পালী মৌলিক: বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অপূর্ব (Ziaul Faruq Apurba) এবার কাজ করতে চলেছেন এপার বাংলার ছবিতে। প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ ছবির মাধ‌্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটছে তাঁর। বাংলাদেশে জিয়াউল ফারুক অপূর্বর শুরুটা মডেলিং দিয়ে। তারপর টেলিভিশন, নাটকে ধীরে ধীরে তাঁর কাজের পরিধি বাড়তে থাকে। এ বাংলায় তাঁর কাজ খুব পছন্দ করেন দর্শক, মূলত তাঁর নাটক দেখে। পাশাপাশি অপূর্বর গান ভালোবাসেন অগণিত শ্রোতা।

Ziaul Faruq Apurba 1

Advertisement

২০১৪ সালে ‘গ‌্যাংস্টার রিটার্নস’ ছবির মাধ‌্যমে বাংলাদেশের বড়পর্দায় অপূর্বর আবির্ভাব। পরে ২০২৩ সালে ‘বুকের মধ‌্যে আগুন’ তাঁর প্রথম ওয়েব ধারাবাহিকে অভিনয়। ওটিটি-র সৌজন‌্যে এ দেশের দর্শক আগেই অপূর্বর কাজ দেখে ফেলেছেন। এবারে খবর হল প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ ছবির শুটিং ইতিমধ‌্যেই শুরু হয়েছে। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন টোটা রায়চৌধুরি, শান্তনু মহেশ্বরী, রাইমা সেন, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তী, প্রিয়া বন্দ‌্যোপাধ‌্যায় প্রমুখ। এই কপ স্টোরির দলেই এবার যোগ দিলেন অপূর্ব।

[আরও পড়ুন: ছুটি শেষ! গদ্দার না দেশভক্ত? নিজেকে প্রমাণ করতে হাজির ‘টাইগার’ সলমন]

জানা গিয়েছে, ছবিতে অত‌্যন্ত ইন্টারেস্টিং চরিত্রে পাওয়া যাবে অপূর্বকে। ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছেন তিনি। শুরু হয়ে গিয়েছে তাঁর শুটিং। প্রসঙ্গত, এই প্রযোজনা সংস্থার প্রোজেক্টে আগে মোশাররফ করিম (হুব্বা), চঞ্চল চৌধুরির (‘পদাতিক’) মতো নামী অভিনেতারা কাজ করেছেন। অন‌্যদিকে ‘যত কাণ্ড কলকাতাতেই’ থাকবেন ওপার বাংলার নওশাবা আহমেদ। এছাড়া জয়া আহসান এ বাংলার ছবিতে বহুকাল নিয়মিত। অপি করিমও কাজ করেছেন ইন্দ্রনীল রায়চৌধুরির ছবিতে। আর তাসনিয়া ফারিন সাম্প্রতিক কালে নজর কাড়ছেন এপার বাংলায়।

Chalchitra

অর্থাৎ ওপার বাংলার অনেক নামী অভিনেতাই এখানে কাজ করছেন সাফল‌্যের সঙ্গে। সেই তালিকায় নাম লেখালেন অপূর্ব। তাঁর কাজ দুই বাংলার মানুষই ভালোবাসেন। ফলে ‘চালচিত্র’ ছবিতে তিনি কেমন কাজ করেন, তা নিয়ে দর্শকের দারুণ আগ্রহ রয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ziaul Faruq Apurba (@actor.apurba)

[আরও পড়ুন: বাংলার অ্যালবার্ট কাবোর গানে নাচলেন মাধুরী দীক্ষিত, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement