Advertisement
Advertisement
Zeenat about Parveen

‘পারভিনের গল্প শুধুই মুচমুচে প্রেম কাহিনি নয়’, বন্ধুর স্মৃতিতে লিখলেন জিনাত আমান

প্রায় একই সময়ে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন দুই নায়িকা।

Zeenat Aman Remembers Parveen Babi | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 4, 2023 8:55 pm
  • Updated:April 4, 2023 8:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৫৪ সালে ৪ এপ্রিল নবাব পরিবারে জন্ম হয়েছিল পারভিন ববির (Parveen Babi)। বেঁচে থাকলে আজ প্রায় সত্তরের কাছাকাছি বয়স হতো বলিউডের অভিনেত্রীর।  জন্মদিনে বন্ধুকে স্মরণ করলেন জিনাত আমান (Zeenat Aman)। জানালেন তাঁর কাহিনি শুধুই মুচমুচে গল্প নয়। 

Zeenat about Parveen

Advertisement

২০০৫ সালের ২২ জানুয়ারি ফ্ল্যাটে পারভিন ববির দেহ উদ্ধার হয়। পুলিশের সন্দেহ প্রায় তিন ধরে ফ্ল্যাটের ভিতরে মৃত অবস্থায় পড়েছিল অভিনেত্রীর দেহ। তাঁর মৃত্যু রহস্য, মানসিক অবসাদ এবং মহেশ ভাটের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা কথা উঠেছিল। কিন্তু পারভিন মানেই শুধু এমন মুচমুচে রোম্যান্টিক গল্প নয় বলেই জিনত আমান  নিজের পোস্টে জানান। 

[আরও পড়ুন: ‘রক্তবীজ’-এর গানের রেকর্ডিংয়ে ‘নন্দী সিস্টার্স’, অনিন্দ্যর সুরে গাইলেন প্রথম বাংলা ছবির গান]

প্রায় একই সময়ে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন জিনাত। ‘অশান্তি’ ও ‘মহান’ সিনেমায় তিনি পারভিনের সঙ্গে কাজ করেছিলেন। দু’জনের স্টাইল সেন্সও প্রায় এক ছিল।  জিনাত জানান, খুবই বুদ্ধিমতী ছিলেন পারভিন। বই পড়তে খুবই ভালবাসতেন। শুটিংয়ের মাঝেও বই পড়তেন।

Parveen Babi’s 80% property will go for the help of society

জিনাত আরও জানান, ধার্মিক বিষয়ে পারভিনের আগ্রহ ছিল। ইন্টিরিয়র ডিজাইনও করতেন তিনি। শেষ সময় পর্যন্ত তাঁদের মধ্যে বন্ধুত্ব ছিল। কোনওদিন রেষারেষি ছিল না।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zeenat Aman (@thezeenataman)

[আরও পড়ুন: আচমকা গায়েব YouTube চ্যানেল, চূড়ান্ত হতাশ ইমন, ফেসবুকে জানালেন তীব্র প্রতিবাদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement