Advertisement
Advertisement
Yuvraj Singh Biopic

‘অ্যানিম্যাল’ দেখে মুগ্ধ যুবরাজ সিং, নিজের বায়োপিকে চাইছেন রণবীর কাপুরকেই

কলকাতায় এসে সুখবর দিলেন 'যুবি'।

Yuvraj Singh wants Ranbir Kapoor in his biopic | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:January 13, 2024 3:20 pm
  • Updated:January 14, 2024 7:50 pm  

সব্যসাচী বাগচী: শনিবার যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্স-এর উদ্বোধনে কলকাতায় পা রেখেছেন যুবরাজ সিং (Yuvraj Singh)। সেখানকার সাংবাদিক সম্মেলনেই অনুরাগীদের জন্য দারুণ খবর ফাঁস করলেন প্রিয় ‘যুবি’। খুব শিগগিরিই তাঁর বায়োপিক আসছে। আর সেই সিনেমায় নিজের ভূমিকায় কাকে দেখতে চাইছেন? রণবীর কাপুরকে (Ranbir Kapoor)।

‘অ্যানিম্যাল’ ছবিতে কাপুরনন্দনের পারফরম্যান্স দেখে যুবি এতটাই মুগ্ধ যে নিজের বায়োপিকে তাঁকে ছাড়া আর কাউকে ভাবতেই পারছেন না। কলকাতার সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুবরাজ জানালেন, “‘অ্যানিম্য়াল’ দেখেছি রণবীর কাপুর দুরন্ত। অসাধারণ অভিনয় করেছেন। আমি চাই আমার বায়োপিকে রণবীরই অভিনয় করুক। কিন্তু দিনের শেষে পরিচালকের ভাবনাই শেষ কথা। উনি যে অভিনেতাকে চাইবেন, তিনিই আমার চরিত্রে করবেন। খুব শিগগিরি আমার বায়োপিক আসছে। অতি দ্রুত সুখবর পেয়ে যাবেন।”

Advertisement

[আরও পড়ুন: মুম্বইতে গ্র্যান্ড রিসেপশন আমিরকন্যা ইরা খানের, আমন্ত্রিত নেতামন্ত্রীরা, ২৫০০ অতিথি! ৯ রাজ্যের পদ]

তেইশ সালের নভেম্বর মাসেই কানাঘুষো শোনা গিয়েছিল যে, আমির খান (Aamir Khan) ক্রিকেটার যুবির জীবনকাহিনি বড়পর্দায় নিয়ে আসতে চলেছেন। তবে প্রযোজক হিসেবে। যদিও সেই প্রজেক্টের আনুষ্ঠানিক কোনও ঘোষণা মিস্টার পারফেকশনিস্ট করেননি, তবে এও শোনা গিয়েছিল যে, যুবরাজের সঙ্গে প্রাথমিক স্তরে কথাবার্তা সেরে ফেলেছেন তিনি। বায়োপিকে যুবির ক্রিকেট কেরিয়ারের পাশাপাশি মারণরোগের বিরুদ্ধে তাঁর লড়াইয়ের কাহিনিও দেখাবেন প্রযোজক আমির খান। এযাবৎকাল দুই তারকাই মুখে কুলুপ এঁটেছিলেন! তবে শনিবার কলকাতায় এসে নিজের বায়োপিকের কথা জানিয়ে দিলেন যুবরাজ সিং। এবার প্রশ্ন, শেষমেশ আমিরের প্রযোজনাতে কি রণবীর কাপুরকেই দেখা যাবে যুবির ভূমিকায়? আর এই দুই তারকা যদি জুটি বাঁধেন, তাহলে যে সেই বায়োপিক নিয়ে দর্শক-অনুরাগীদের প্রত্যাশার পারদ চড়বে, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়বে না।

[আরও পড়ুন: ‘পরদেশিবাবু’র হাত ধরে কঙ্গনা! কার প্রেমে পড়লেন ‘ক্যুইন’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement