Advertisement
Advertisement

Breaking News

Yuvaan-Subhashree

যুবান-শুভশ্রীর হাতের নাগালে কুয়াশা জড়ানো সকাল, মেঘের ভেলায় খেলা ‘সন্তান’ ও মায়ের

নায়িকা নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন মিষ্টি ভিডিও।

Yuvaan and Subhashree Ganguly enjoys Foggy morning weather Kolkata
Published by: Suparna Majumder
  • Posted:January 5, 2025 1:17 pm
  • Updated:January 5, 2025 1:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুয়াশা জড়ানো সকালে ঘুম ভেঙেছে কলকাতার। হাতের নাগালে এক টুকরো পৌষের পরশ। এমন পাওনা কি হাতছাড়া করা যায়? তাই তো মেঘের ভেলায় দিন শুরু হল শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও যুবানের। মা ও সন্তান মিলে দিব্যি কুয়াশা ছোঁয়ার খেলায় মেতেছিল। নায়িকা নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন মিষ্টি ভিডিও।

Yuvaan-Subhashree

Advertisement

বাইপাস লাগোয়া রাজ-শুভশ্রীর আবাসন। অনেক উঁচুতে ফ্ল্যাট। ফলে পায়ের নিচে যেন আকাশ এসে ধরা দিয়েছিল। ছেলেকে মেঘ দেখিয়ে শুভশ্রী বললেন, “আকাশের ভিতরে চলে গিয়েছি আমরা।” যুবানের প্রশ্ন, ‘উপরে?’ নায়িকার উত্তর, “উপরে না, আকাশ আর মেঘগুলো আমাদের কাছে নিচে নেমে চলে এসেছে।” এই কথোপকথনের পরই মা ও সন্তানের কুয়াশা ছোঁয়ার খেলা শুরু হয়ে যায়। মাকে আবার ‘কটন ক্যান্ডি’ অর্ডার দিতেও বলে রাজ-পুত্র।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

দুই ছেলে-মেয়ে যুবান ও ইয়ালিনীকে নিয়ে জমজমাট সংসার রাজ-শুভশ্রীর। তারকা দম্পতি একদিকে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই কাজও করছেন চুটিয়ে। ‘সন্তান’ সিনেমার পোস্ট-রিলিজ প্রচারের কাজ এখনও চলছে। এত ব্যস্ততার মাঝেও নিজের সন্তানদের সময় দিতে ভোলেন না রাজ-শুভশ্রী। মা ও ছেলের এই মিষ্টি ভিডিও দেখে মুগ্ধ অনুরাগীরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

কিছুদিন আগেই স্কুলের খেলায় ‘চ্যাম্পিয়ন’ হয়েছিল যুবান। পুরস্কার হিসেবে পেয়েছিল মেডেল। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত রাজ। সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে লেখেন, ‘সন্তান, সন্তান, সন্তান।’ ছোটবেলার স্পোর্টস ডে-র আনন্দই আলাদা। সেই আনন্দ যেমন যুবান উপভোগ করেছে, তেমনই রাজ-শুভশ্রী। ছেলের বিশেষ দিনে স্কুলেও গিয়েছিলেন তারকা দম্পতি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement