Advertisement
Advertisement

Breaking News

সস্তার ফোনেই বাজিমাত যুবকের, স্বল্প বাজেটের ‘জওয়ান’ দেখে কী বলছেন শাহরুখ?

সোশাল মিডিয়ায় ভাইরাল সস্তার 'জওয়ান'!

YouTuber Shoots Low-Budget ‘Jawan’ On His Smartphone| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 28, 2023 5:40 pm
  • Updated:September 28, 2023 5:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির ১৮ দিনের মধ্য়েই হাজার কোটি টাকার ক্লাবে ঢুকে পড়েছে শাহরুখের জওয়ান। ইতিমধ্য়েই শাহরুখের এই ছবি বলিউডের সবচেয়ে সফল ছবির তকমা পেয়েছে। ফ্য়ানদের মনেও আলাদা জায়গা করে নিয়েছে এই ছবি। আর তার প্রমাণ পাওয়া গেল সদ্য। সম্প্রতি শাহরুখের এক ভক্ত সস্তার ফোনেই শুট করে ফেললেন জওয়ানের এক দৃশ্য। নিজেই সাজলেন ‘জওয়ান’ ছবির ‘বিক্রম রাঠোর’।

তা কী শুট করেছেন শাহরুখের এই ভক্ত?

Advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ‘জওয়ান’-এর বিক্রম রাঠোর সেজে জওয়ান ছবির অ্যাকশন-প্যাকড দৃশ্য শুট করেছেন, তাও আবার দামি ক্যামেরায় নয়, বরং সস্তার স্মার্ট ফোনে। ভিডিওতে শোনা গিয়েছে ‘জওয়ান’ -এর জনপ্রিয় সংলাপ, ‘বেটে সে হাত লাগানে সে পহেলে বাপ সে বাত কর।’ ভিডিওটি কীভাবে শ্যুট করেছেন, সেটিও নিজের ইউটিউব চ্যানেলে বিস্তারিত দেখিয়েছেন ওই ইউটিউবার।

[আরও পড়ুন: নবী দিবসে পার্কস্ট্রিটের অনাথ আশ্রমে নুসরত, বাচ্চাদের বিরিয়ানি বেড়ে খাওয়ালেন সাংসদ]

নেটিজেনদের সঙ্গে সঙ্গে এই যুবকের ভিডিও চোখে পড়েছে খোদ শাহরুখ খানেরও। এক্স প্রোফাইলে কিং খান লিখলেন, ”দারুণ এটা। খুব ভালো কাজ করেছে। তোমার এই কাজের জন্য তোমাকে ভালোবাসা পাঠালাম।”

জানুয়ারি মাসে রিলিজ করা ‘পাঠান’ ছবিও হাজার কোটির বেশি আয় করেছিল। তবে ‘জওয়ান’- (Jawan Buy 1 Get 1)এর মতো এত দ্রুত গতিতে এগোয়নি। দ্বিতীয় সপ্তাহেও দারুণ ব্যবসা করছে। ধারেকাছে কোনও ছবি নেই। যা কিনা বলিউডে সুদিনের ইঙ্গিতই দিচ্ছে। অতিমারী পর্বের পর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যবসা মুখ থুবড়ে পড়েছিল! দক্ষিণী ছবির রমরমায় বলিউড ধারেকাছেও ছিল না। তবে একা হাতেই বলিউড সিনেব্যবসার গ্রাফ উর্ধ্বমুখী করলেন শাহরুখ খান।

এবার নিজের রেকর্ড নিজেই ভেঙে নতুন মাইলফলক বসালেন শাহরুখ। সেই সঙ্গে ঘোষণা করে দিলেন যে, “আমার পরবর্তী ৫টি সুপারহিট সিনেমা আমার ছোট ছেলে আব্রামের জন্য। কারণ ও শুধু শুনেই এসেছে যে আমি সুপারস্টার, কিন্তু আমার পর পর ব্লকবাস্টার ছবি সাক্ষী থাকেনি।”

[আরও পড়ুন: ‘ফ্যাশন ফিভার’! ‘বিগ বস’-এর ঘরে থাকার জন্য ২০০ সেট জামা কিনে ফেললেন অঙ্কিতা-ভিকি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement