সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারী (Pandemic) আবহে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বৃহন্নলাদের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কিরা। কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভার বৈরাগী হাট অঞ্চলে ৫০ জন বৃহন্নলার কাছে পৌঁছে দেওয়া হল খাবারের সামগ্রী। চাল, ডাল, আলু, পিঁয়াজ, সোয়াবিন, ডিম, দুধ, বিস্কুট, নুনের পাশাপাশি শিশুদের খাদ্যসামগ্রীও পৌঁছে দেওয়া হয়েছে কোচবিহারের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। ভিডিও পোস্ট করে সেকথা জানাালেন নব নির্বাচিত যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ (Saayoni Ghosh)।
কোচবিহার জেলায়, শীতলকুচি বিধানসভার বৈরাগি হাট অঞ্চলে ৫০ জন তৃতীয় লিঙ্গের বৃহন্নলা পরিবারে কাছে উপস্থিত হয়ে লকডাউনের সময়ে তাদের চাল,ডাল,আলু,পেয়াজ,সোয়বিন,
ডিম,দুধ,বিস্কুট,লবন,শিশু খাদ্য ইত্যাদি সামগ্রী দেওয়া হল কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। pic.twitter.com/9nxwhh0QXm— Saayoni Ghosh (@sayani06) June 11, 2021
একুশের ভোটের (West Bengal Election) আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন সায়নী ঘোষ। তারপর আসানসোল দক্ষিণের প্রার্থী হয়েছিলেন। আসানসোলের রাস্তায় নেমে প্রচার করেছিলেন সায়নী। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে ‘স্ট্রিট ফাইটার’ বলে প্রশংসা করেছিলেন। কিন্তু বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) কাছে ভোটে হেরে যান সায়নী। তবে তাঁর পরিশ্রমের জন্য প্রচুর প্রশংসা পান। আর সম্প্রতি পান যুব তৃণমূলের সভাপতির পদ।
দায়িত্ব পেয়েই কাজে নেমে পড়েন সায়নী। তৃণমূল ভবনে গিয়ে ঘাসফুল শিবিরে যুব কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ও সম্পাদক মণ্ডলীর সঙ্গে দেখা করেন। শুধু শীতলকুচি নয় সায়নীর নেতৃত্বে রাজ্যের বিভিন্ন এলাকায় ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা। কখনও বালি, বেলুড়, লিলুয়া অঞ্চলে প্রায় ৬০০ মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়েছে, কখনও আবার মুর্শিদাবাদ জেলার বজ্রাঘাতে মৃত ব্যক্তিদের পরিবারের কাছে গিয়ে এক মাসের খাবার দেওয়া হয়েছে। শুক্রবার শীতলকুচির ভিডিওটি পোস্ট করেন সায়নী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.