Advertisement
Advertisement

Breaking News

Ranveer Singh

বক্স অফিসে হিট নেই রণবীর সিংয়ের, ব্যবসা বাঁচাতে অভিনেতাকে বাদ দিল যশরাজ ফিল্মস!

রণবীরকে বাদ দিয়েই ছবি ঘোষণা যশরাজ ব্যানারের।

yash raj films will not work with ranveer sing report| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 17, 2023 4:03 pm
  • Updated:April 17, 2023 4:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে যশরাজ থেকে কেরিয়ারের শুরু, সেই যশরাজই এবার হাত ছেড়ে দিচ্ছে রবীর সিংয়ের! হ্য়াঁ, বলিউডের গুঞ্জনে এখন এমনটাই খবর রটেছে। সূত্র বলছে, আদিত্য চোপড়ার নির্দেশেই নাকি এমনটা করতে চলেছে যশরাজ। কারণ? বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গত কয়েক বছর ধরে রণবীরের কোনও হিট ছবি নেই। বক্স অফিসে খুব একটা চলছে না রণবীর ম্যাজিক। অন্যদিকে, যশরাজ এখন স্পাই ইউনিভার্স ছবি তৈরি নিয়েই বেজায় ব্যস্ত রয়েছে। সেই কারণেই নাকি রণবীরকে নিয়ে ছবি করার কথা ভাবছেন না।

শোনা যাচ্ছে, যশরাজ ব্যানার বেশ কয়েকটি ছবি লঞ্চ করার কথা ছিল। শোনা যাচ্ছিল, সেই সব ছবির নায়ক হওয়ার কথা ছিল রণবীরের। তবে আপাতত, রণবীরকে বাদ দিয়েই নাকি ভাবনা চিন্তা চলছে। এমনকী, রণবীরকে বাদ দিয়েই বাণী কাপুরের সিরিজ ঘোষণা করেছে যশরাজ।

Advertisement

[আরও পড়ুন:  কেকেআর-মুম্বইয়ের খেলায় ইশান কিষান আউট হতেই অশ্লীল শব্দ! ভাইরাল সুহানার ভিডিও]

তবে এসব নিয়ে এখনও পর্যন্ত রণবীরের তরফ থেকে কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বলিউডের ‘বাজিরাও’ রণবীর। ২০২২ সাল অভিনেতার বিশেষ ভাল যায়নি। বক্স অফিসে ব্যর্থ হয়েছে ‘জয়েশভাই জোরদার’ ও ‘সার্কাস’। তবে অভিনেতার হাতে রয়েছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ক্রোলের সমীক্ষা অনুযায়ী রণবীরের বাজার মূল্য এখন প্রায় ১৮১.৭ মিলিয়ন মার্কিন ডলার। আর তাতেই তিনি হয়েছেন দেশের সবচেয়ে মূল্যবান তারকা। তবে এসবের পরেও যশরাজ কেন রণবীরকে বাদ দিল তা নিয়ে আলোচনা তুঙ্গে বলিউডে।

[আরও পড়ুন: যাদবপুরে ‘মহীন সারাদিন’, ক্যানসার আক্রান্ত বাপিদার জন্য গান রাঘব-পটা-অনিন্দ্যদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement