Advertisement
Advertisement

Breaking News

Yash-Nusrat

আম্বানিদের রাজকীয় আতিথেয়তায় মুগ্ধ যশ-নুসরত, রিসেপশন থেকে ফিরে কী বলছেন টলিউড জুটি?

আম্বানিদের প্রীতিভোজ অনুষ্ঠান থেকে ফিরে উচ্ছ্বসিত যশ-নুসরত।

Yash-Nusrat thanked Ambani Family for warm hospitality

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:July 15, 2024 1:20 pm
  • Updated:July 15, 2024 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতিতে ১২ জুলাই, শুক্রবার অনন্ত-রাধিকার চার হাত এক হয়েছে। তিন দিনব্যাপী এহেন রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সাক্ষী গোটা ভূ-ভারত। বিয়ের দিন নবদম্পতিকে আশীর্বাদ করে আসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শনিবার ‘শুভ আশীর্বাদ’ অর্থাৎ বধূবরণের অনুষ্ঠানেও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে সাধু-সন্তরা এসে নবদম্পতি আশীর্বাদ করে গিয়েছেন। আর যে মেগাবাজেট বিয়ে বর্তমানে গোটা বিশ্বে চর্চার শিরোনামে, সেখানে যোগ দেওয়া চারটিখানি কথা নয়! আমন্ত্রণ পেয়েই ছুটে গিয়েছিলেন যশ-নুসরত। আর একরাশ মন ভালো করা অভিজ্ঞতা নিয়ে ফিরলেন।

অনন্ত-রাধিকার তিন দিন ব্যাপী রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারার অনুভূতি যে আলাদা হতই, তা বোধহয় আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। রিসেপশনের অনুষ্ঠানে বাংলার সিনেদুনিয়ার তারকাদেরও ঝলমলে উপস্থিতি নজর কেড়েছে। আম্বানিদের প্রীতিভোজ অনুষ্ঠান থেকে ফিরে উচ্ছ্বসিত যশ-নুসরত। এদিনের অনুষ্ঠানের জন্য অভিনেত্রী পরেছিলেন ফ্যাশন ডিজাইনার এষা শেট্টি তিরানির পোশাক। অন্যদিকে কোমল অ্যান্ড রাতুল সুদ লেবেলের নীল শেরওয়ানিতে দেখা গিয়েছে যশ দাশগুপ্তকে। জুটিকে দেখে ফটোশিকারিরাও সেই ছবি লেন্সবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি। এককথায় যশ-নুসরতের জন্য রবিবারের রাতটা স্মরণীয় হয়ে রইল।

Advertisement

[আরও পড়ুন: আম্বানিদের জলসায় ‘গোল্ডেন গার্ল’ রুক্মিণী, কলকাতায় দেব, কীসে ব্যস্ত জানেন?]

অনুষ্ঠানে যোগ দিয়ে আম্বানিদের আতিথেয়তায় মুগ্ধ যশ-নুসরত। টলিউড জুটি বলছেন, “অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমরা খুব খুশি। অসংখ্য ধন্যবাদ আম্বানি পরিবারকে এমন উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য।” তবে যশ-নুসরতকে আম্বানিদের অনুষ্ঠানে যোগ দিতে দেখে নেটপাড়ার একাংশ কিন্তু আবার ঠোঁট বেঁকিয়েছেন! কারও কটাক্ষ, ‘আপনারাও আমন্ত্রিত?’ তবে একাংশ আবার যশ-নুসরতের লুকের প্রশংসাও করেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

[আরও পড়ুন: মা ঐশ্বর্যর প্রতি যত্নশীল, পাপারাজ্জি দেখেই ঠাকুমা জয়ার মতো ‘ধমক’ আরাধ্যার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement